স্পোর্টস ডেস্ক: আজ (শুক্রবার) রাত সাড়ে ১২টায় ফ্রান্সের স্টেড ওসেন স্টেডিয়ামে ঘানার মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। চার দিনের মাথায় একই সময় পিএসজির মাঠ পার্ক দ্য প্রাসে তিউনিসিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল। চলতি মাসের এমন সময়ই মাঠে গড়ানোর কথা ছিলো ব্রাজিল-আর্জেন্টিনার ’সুপার ক্লাসিকো’। ফিফাও ম্যাচটি আয়োজনের সব বন্দোবস্ত করে রেখেছিল। কিন্তু দুই দলের সমন্বিত আহবানে শেষ পর্যন্ত স্থগিত হয়ে যায় বহুল আলোচিত ম্যাচটি।
তবে জমজমাট ‘সুপার ক্লাসিকো’ মাঠে না গড়ালেও বসে নেই ব্রাজিল ও আর্জেন্টিনা। ভিন্ন ভিন্ন ম্যাচে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নামছে ল্যাটিন আমেরিকার দুই প্রতিবেশি দল।
বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি হিসেবে নিজেদের ঝালিয়ে নেয়ার অপেক্ষায় তিতের দল। ২০০২ সালে পর বিশ্বকাপ জেতা হয়নি আর সেলেসাওদের। বিশ্বকাপের পর দলের দায়িত্ব ছেড়ে দিবেন বলে ঘোষণা দিয়েছেন তিতে। ৪-২-৩-১ ফর্মেশনে ঘানার বিপক্ষে খেলতে নামবে ব্রাজিল। এই ম্যাচে ব্রাজিলের আক্রমণভাগের পাঁচ প্লেয়ার হবেন- পাকুয়েতা, নেইমার, ভিনিসিয়াস, রাফিনহা এবং রিচার্লিশন।
যদি টিটে এই ম্যাচে সফলতা পায় তাহলে হয়তো এই ফর্মেশনই দেখা যেতে পারে বিশ্বকাপের ম্যাচগুলোতে। তাছাড়া দ্বিতীয় ম্যাচে হয়তো আরও কোন পরীক্ষা চালালেও চালাতে পারেন তিনি।
অন্যদিকে ২০১৪ সালের পর আবারো বিশ্বকাপে আফ্রিকার দেশ ঘানা।
পশ্চিম আফ্রিকার দেশ ঘানার বিপক্ষে এর আগে ৪বার মুখোমুখি হয়েছিলো ব্রাজিল। যেখানে প্রতিবারই জয় নিয়ে মাঠ ছাড়ে সেলসাওরা। সবমিলিয়ে ঘানা জালে ৪ ম্যাচে ১৩ গোল দিয়ে সাম্বা বাহিনী গোল হজম করেছে মাত্র ২টি।
এদিকে ব্রাজিলিয়ান গণমাধ্যম গ্লোব ঘানার ম্যাচের সম্ভাব্য একটি একাদশ প্রকাশ করেছে। যেখানে দানিলোকে বাদ দিয়ে এডার মিলিটাওকে রাখা হয়েছে রাইট ব্যাক হিসেবে।
অবশ্য গ্লোবো যেভাবে একাদশ সাজিয়েছে সেখানে ফর্মেশন হচ্ছে ৩-২-৪-১। অ্যালিসনের সামনে থেকে ডিফেন্সে সামলাবে মার্কুইনহোস, মিলিটাও এবং থিয়াগো সিলভা।
তাদের তিনজনের উপরে থাকবে আলেক্স টেল্লেস এবং ক্যাসেমিরো। লেফট উইংয়ে থাকবেন ভিনিসিয়াস, রাইট উইংয়ে রাফিনহা, সেন্টার ফরোয়ার্ড রিচার্লিশন। তাদের সাহায্যের জন্য কাজ করে যাবেন নেইমার এবং পাকুয়েতা।