সারাদেশ ডেস্ক, এইউজেডনিউজ২৪: বঙ্গোপসাগরের মেহের আলীর চর এলাকায় শুক্রবার ভোরে ডুবোচরে আটকাপড়া এমভি নিউ পারভীন-২ নামে সারবোঝাই একটি লাইটার জাহাজ থেকে ১৪ জন নাবিক ও ক্রুকে উদ্ধার করেছেন কোস্টগার্ড সদস্যরা।
পরে তাদেরকে দুবলার চর কোস্টগার্ড স্টেশনে নেয়া হয়। উদ্ধার করা নাবিক ও ক্রুরা সুস্থ্য আছেন এবং আটকাপড়া লাইটার জাহাজটি নিরাপদে আছে বলে জানিয়েছে কোস্টগার্ড কর্তৃপক্ষ।
কোস্টগার্ড মোংলা পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট ইনতেয়াজ আলম জানান, এমভি নিউ পারভীন-২ নামে ওই লাইটার জাহাজটি একটি মাদার ভেসেল থেকে ৯৫০ মেট্রিকটন সার নিয়ে নওয়াপাড়ার উদ্দেশ্যে যাচ্ছিল। বঙ্গোপসাগরের মোহনায় মেহের আলীর চর এলাকায় পৌঁছলে জাহাজটির তলদেশ ডুবোচরে আটকা পড়ে। খবর পেয়ে দুবলারচর কোস্টগার্ড স্টেশনের সদস্যরা ভোর সোয়া ৫টার দিকে ওই জাহাজ থেকে ১৪ জন নাবিক ও ক্রুকে উদ্ধার করে।
ইনতেয়াজ আলম আরো জানান, জাহাজ থেকে সার খালাস করার জন্য মালিকপক্ষ অপর একটি লাইটার জাহাজ পাঠিয়েছে। সার খালাস করার পর জাহাজটি উদ্ধার করা হবে।
তবে মোংলা বন্দরে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি। সূত্র : ইউএনবি