স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়া কাপ থেকে বিদায় হলো ভারত। তাদের দেয়া ১৭৩ রান তাড়া করতে নেমে ৬ উইকেট হাতে রেখে এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নিলো কুশাল মেন্ডিসের লঙ্কানরা।
এদিকে উদ্বোধনী জুটিতে ১১ ওভারেই ৯৭ রান তোলে শ্রীলঙ্কা। এরপর দ্রুত তিনটি উইকেট হারায় তারা। ৯৭ রানের মাথায় পাথুম নিসানকা ৩৭ বলে ৪টি চার ও ২ ছক্কায় ৫২ রান করে চাহালের বলে আউট হন।
এরপর চাহালের বলে একই রানে ফিরে যান চারিথ আসালঙ্কা। তিনি কোনো রান করতে পারেননি। এরপর কুশাল মেন্ডিসের ফিফটিতে শতরান পেরিয়ে যায় লঙ্কানরা। আর ১১০ রানের মাথায় ফেরেন গুনাথিলাকা (১)।
১৯তম ওভারে ভুবনেশ্বর কুমারের প্রথম বলে ১ রান নেন শানাকা। দ্বিতীয় বলে ১ রান নেন ভানুকা। তার পরেই ২টি ওয়াইড বল করেন ভুবি। তৃতীয় বলে চার মারেন শানাকা। চতুর্থ বলে ফের চার মারেন দাসুন। পঞ্চম বলে ১ রান নেন শানাকা। শেষ বলে ১ রান নেন ভানুকা। ওভারে মোট ১৪ রান ওঠে। ১৯ ওভারে শ্রীলঙ্কার স্কোর ৪ উইকেটে ১৬৭ রান।
জয়ের জন্য শেষ ওভারে ৭ রান দরকার শ্রীলংকা। পেসার আর্শদীপের হাতে বল তুলে দেন রোহিত। পাকিস্তানের বিপক্ষের ম্যাচের মতো আজকেও পারলেন না তিনি।
এক বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় শ্রীলংকা।
এর আগে মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে মাত্র ১৩ রানে লোকেশ রাহুল ও বিরাট কোহলির উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়ে যায় ভারত।
এরপর সুরাইয়া কুমার যাদবকে সঙ্গে নিয়ে ৫৮ বলে ৯৭ রানের জুটি গড়ে দলকে চাপমুক্ত করেন অধিনায়ক রোহিত শর্মা। ১২.২ ওভারে দুই উইকেটে ১১০ রান করা ভারত এরপর ৬৩ রানের ব্যবধানে হারায় ৬ উইকেট। ইনিংসের শেষদিকে নিয়মিত উইকেট পতনের কারণে বড় স্কোর গড়ার সুযোগ হাতছাড়া করে এশিয়া কাপের রেকর্ড ৭ আসরের শিরোপাজয়ী দলটি।