স্পোর্টস ডেস্ক: ডু অর ডাই ম্যাচে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে ভারত।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে শ্রীলঙ্কা অধিনায়ক দাসুন শানাকা।
এর আগে সুপার ফোরের লড়াইয়ে পাকিস্তানের কাছে পরাজিত হয়ে ফাইনালের পথ বেশ কঠিন হয়ে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের। হাতে থাকা দুই ম্যাচেই জয় পেতে হবে রোহিত শর্মাদের।
তাই টুর্নামেন্টে টিকে থাকতে ভারতের জন্য এই ম্যাচে জয় খুবই গুরুত্বপূর্ণ। এদিকে নিজেদের চাঙা রেখে ফাইনালের পথে থাকতে চায় লঙ্কানরাও।
এক নজরে দেখে নিন দুই দলের একাদশ
ভারতের একাদশ: কেএল রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত, দিপক হুদা, হার্ডিক পান্ডিয়া, রবিশচন্দন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল, অর্শদ্বীপ সিং।
শ্রীলঙ্কার একাদশ: কুশল মেন্ডিস, পাথুন নিশাঙ্কা, চারিথা আশালঙ্কা, ধানুশকা গুনাথিলাকা, ভানুকা রাজাপক্ষে, দাশুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, মহেশ থিকসানা, আসিথা ফার্নান্দো, দিলশান মাদুসকা।