ইকোনোমিক ডেস্ক: প্রয়োজনে অতিরিক্ত খাদ্য আমদানি করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে এ নির্দেশনা দেয়া হয়েছে। রোববার (৪ সেপ্টেম্বর) মন্ত্রিসভা বৈঠকে এ নির্দেশ দেন তিনি।
বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, ইতোমধ্যে পাঁচ দেশ থেকে খাদ্য আমদানির চুক্তি হয়েছে। রাশিয়া, ভারত, মিয়ানমার, থাইল্যান্ড ও ভিয়েতনাম থেকে খাদ্যশস্য কেনা হবে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, তবে প্রধানমন্ত্রী বলেছেন, শুধু এসব দেশের ওপর নির্ভর করে হবে না। আরও কয়েকটি বিকল্প উৎসের সন্ধান করতে হবে। সেসবের বন্দোবস্ত করতে হবে। যেন বিপদের সম জটিলতা সৃষ্টি না হয়।
খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, এখন দেশে ১৯ লাখ মেট্রিক টনের বেশি খাদ্যশস্য মজুত আছে। খাদ্য মন্ত্রণালয় এ তথ্য দিয়েছে। আগামী নভেম্বরে বিশ্বে খাদ্য ঘাটতির আশঙ্কা আছে। সেটা আমলে নিলে এ মুহূর্তে আমরা ভালো অবস্থানে আছি।
তিনি বলেন, রাশিয়া থেকে খাদ্যপণ্য আমদানি করলে কোনো অসুবিধা নেই। মিয়ানমার থেকে আতপ চাল আসছে। থাইল্যান্ড, ভিয়েতনাম ও ভারত থেকেও চাল কেনা হচ্ছে।