ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: ভারতের নতুন সেনাপ্রধান হলেন জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে। সদ্য বিদায়ী সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াতের স্থলাভিষিক্ত হলেন তিনি। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে ভারতের ২৮তম সেনাপ্রধানের দায়িত্ব নেন চৌকস এ কর্মকর্তা। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি। দীর্ঘ ৩৭ বছরের কর্মজীবনে জেনারেল নারাভানে বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। অধিকৃত জম্মু-কাশ্মির ছাড়াও ভারতের উত্তর-পূর্বাঞ্চলে বিদ্রোহের পরিবেশে শান্তি ফেরানোর প্রক্রিয়ায় যুক্ত ছিলেন তিনি। জম্মু-কাশ্মিরে রাষ্ট্রীয় রাইফেলস ব্যাটালিয়ন এবং পূর্বাঞ্চলীয় ফ্রন্টে ইনফ্যান্ট্রি ব্রিগেডের নেতৃত্ব দেন চৌকস এ সেনা কর্মকর্তা।
এদিকে মঙ্গলবার ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন সদ্য বিদায়ী সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। এ দিন সকালে দিল্লিতে ‘ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল’-এ শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন জেনারেল বিপিন রাওয়াত।