ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: ৯৫ জন যাত্রী এবং ৫ জন ক্রু নিয়ে দক্ষিণ-পূর্ব কাজাকিস্তানে আলমাটির কাছে একটি বিমান বিদ্ধস্ত হয়েছে। দুর্ঘটনায় ১৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। আহত হয়েছে ৩৫ জন। বিমানটি উড্ডয়নের কিছুনের মধ্যেই একটি দোতলা ভবনের ওপর আছড়ে পড়ে। তবে কেন এই দুর্ঘটনা তার কারণ এখনো নিশ্চিত হওয়া যায় নি। ঘটনার তদন্তে বিশেষ তদন্ত কমিশন গঠনের ঘোষনা দিয়েছে কর্তৃপ। ফকার ওয়ান জিরো জিরো মডেলের বিমানটি কাজাকিস্তানের রাজধানী নূর-সুলতানের দিকে যাচ্ছিল।
স্থানীয় সময় সকাল ৭টা ২২ মিনিটে (০১২২ জিএমটি) নিয়ন্ত্রণ কক্ষের সাথে বিমানটির সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ।
নিজেদের ফেসবুক পেজে দেয়া এক বিবৃতিতে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিমান বিধ্বস্তের পর কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি এবং দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়েছে।
মাঝারি আকারের ফোকার-১০০ মডেলের ওই বিমানটির প্রস্তুতকারী প্রতিষ্ঠান ১৯৯৬ সালে দেউলিয়া হয়ে যায়। একই বছর ওই মডেলের বিমান উৎপাদনও বন্ধ হয়ে যায়।