স্পোর্টস ডেস্ক: শেষ হয়েছে তৃতীয় ধাপের কাতার বিশ্বকাপের টিকিট বিক্রি। এই ধাপে বিক্রি হয়েছে পাঁচ লাখের বেশি টিকিট। সব মিলিয়ে সংখ্যা সাড়ে ২৪ লাখ। সমর্থকদের সবচেয়ে বেশি আগ্রহ ব্রাজিল ম্যাচে। আর টিকিট কেনায় এগিয়ে আরব অঞ্চল। সেপ্টেম্বরের শেষে আবারো টিকিট কেনার সুযোগ দেবে ফিফা।
আগে আসলে আগে পাবেন ভিত্তিতে শুরু হয়েছিল কাতার বিশ্বকাপের তৃতীয় পর্বের টিকিট বিক্রি। ৫ জুলাই থেকে ১৬ আগস্ট বিশ্বের ফুটবলপ্রেমীদের বিচরণ ছিল টিকেটের ওয়েবসাইটে। এই ধাপে বিক্রি হয়েছে পাঁচ লাখ ২০ হাজার ৫৩২ টি টিকিট।
৫ বারের চ্যাম্পিয়ন ব্রাজিলের ম্যাচ ঘিরেই যত আগ্রহ টিকিট প্রতাশীদের। এবার গ্রুপ পর্বে সবেচেয়ে বেশি বরাদ্দের তালিকার শীর্ষ দুই ম্যাচ ক্যামেরুন-ব্রাজিল এবং ব্রাজিল-সার্বিয়া। পর্তুগাল-উরুগুয়ে, কোস্টারিকা-জার্মানি, অস্ট্রেলিয়া-ডেনমার্ক ম্যাচ নিয়েও মাতামাতির কমতি ছিল না।
তবে খেলা দেখতে সবচেয়ে বেশি আগ্রহ দেখিয়েছেন মধ্যপ্রাচ্যের মানুষ। টিকিট কেনার শীর্ষ দশে স্বাগতিক কাতার, সৌদি আরবের সঙ্গে আছে আরব আমিরাত। আলোচনা-সমালোচনা যাই চলুক পশ্চিমা দেশের মানুষের আগ্রহ কমেনি। যুক্তরাষ্ট্র, মেক্সিকো, ইংল্যান্ড সমর্থকরাও আছেন তালিকায় সেরা দশে।
তৃতীয় ধাপেও যারা টিকিট পেলেন না তাদের কি কাতার গিয়ে বিশ্বকাপ দেখার সুযোগ একেবারে শেষ? না, সুযোগ থাকছে আরও একবার টিকিট কেনার। তবে সেটা অনেক যদি-কিন্তুতে বন্দী। স্টক হোল্ডারদের বরাদ্দকৃত টিকিট কিংবা যারা টিকিট পেয়েছেন তাদের ফেরত দেয়া টিকিট শেষ মুহূর্তে আবার ছাড়া হবে। সেপ্টেম্বরের শেষ দিকে ওই টিকিটগুলো বিক্রির তারিখ জানাবে ফিফা। ওয়েবসাইটের পাশাপাশি দোহার কাউন্টারেও মিলবে টিকিট।
১০০ দিনের কম বাকি বিশ্বকাপের। এশিয়ার দ্বিতীয় আসরের জন্য এরই মধ্যে তিন ধাপ মিলিয়ে বিক্রি হয়েছে সাড়ে ২৪ লাখ টিকিট। এখানেও টিকিট প্রাপ্তিতে এগিয়ে মধ্যপ্রাচ্য। ৬৪ ম্যাচের জন্য ৩০ লাখ টিকিট বরাদ্দ দেয়ার কথা ফিফার।
এদিকে কাতারের রাজধানী দোহার রাস্তায় গতকাল ১ হাজার ৩০০ বাস পরীক্ষামূলকভাবে নামিয়েছেন বিশ্বকাপের আয়োজকেরা। কোনো আন্তর্জাতিক ইভেন্টে যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য এর আগে কখনো এত পরিবহন রাস্তায় নামানো হয়নি। কাতারের বাস ও ট্যাক্সি সার্ভিসের প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা আহমেদ আল ওবাইদলি বলেছেন, ‘খেলাধুলার কোনো বড় ইভেন্টের জন্য এটিই সবচেয়ে জটিল পরিবহন ব্যবস্থাপনা।’
একদিন এগিয়ে ২০ নভেম্বর কাতার-ইকুয়েডর ম্যাচ দিয়ে শুরু হবে গ্রেটেস্ট শো অন আর্থ। ১৮ ডিসেম্বর ৮০ হাজার আসনের লুসাইল স্টেডিয়ামে হবে ফাইনাল।