স্পোটর্স ডেস্কঃ ১৭ বছর পর ব্যালন ডি অরের সংক্ষিপ্ত তালিকায় জায়গা হয়নি লিওনেল মেসির। ৩০ জনের লিস্টে ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলারদের জয়জয়কার। একই দিন প্রকাশিত উয়েফার বর্ষসেরা তিনজনের শর্টলিস্টেও ঠাঁই হয়নি আর্জেন্টাইন ক্ষুদে জাদুকর ও তার প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোর।
রেকর্ড ৭ বারের ব্যালন ডি অর জয়ী তিনি। বিশ্বসেরার স্বীকৃতি পাওয়া বর্তমান ফুটবলারও তিনি। অথচ সেই লিওনেল মেসির ঠাঁই হয়নি এবারের সংক্ষিপ্ত তালিকায়।
১৭ বছর পর এমনটা দেখলো বিশ্ব ফুটবল। সবশেষ ২০০৫ সালে ব্যালন ডি অরের সেরা ৩০ জনের তালিকায় ছিলেন না লিও।
একই পরিণতি ক্লাব সতীর্থ নেইমারের। ইনজুরি আর অফ ফর্মের কারণে গেলো বছর পিএসজির হয়ে নিজেকে মেলে ধরতে ব্যর্থ ব্রাজিলিয়ান তারকার জায়গা হয়নি সেরা ত্রিশে।
তবে জায়গা হয়েছে মেসির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোর। ম্যান ইউর জার্সিতে ৩১ ম্যাচে ১৮ গোল করে সে তালিকায় টিকে গেছেন পর্তুগীজ তারকা।
তালিকায় ইংলিশ প্রিমিয়ার লিগের জয়জয়কার। সংক্ষিপ্ত তালিকার ১৫ জনই ইপিএলে খেলা ফুটবলার। যেখানে প্রাধান্য চ্যাম্পিয়ন ম্যান সিটি ও রানার্স আপ লিভারপুলের।
তবে সমালোচকদের দৃষ্টিতে এবার বেনজেমার হাতেই উঠছে সোনালী ট্রফি। পরিসংখ্যানও বলছে সে কথা। ৪৪ গোল করে রিয়াল মাদ্রিদকে লা লিগার পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন করতেও সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ফ্রেঞ্চ ফরোয়ার্ড। ১৭ অক্টোবর জানা যাবে প্যারিসে কার হাতে উঠবে এবারের ব্যালন ডি অর।
একই দিন উয়েফা থেকেও সুসংবাদ পেয়েছেন বেনজেমা। ইউরোপের সেরা তিন ফুটবলারের সংক্ষিপ্ত তালিকাতেও জায়গা করে নিয়েছেন নাম্বার নাইন।
তার সাথে সঙ্গী গোলকিপার থিবো কর্তোয়া। লা লিগা ও ইউসিএলে অতিমানবীয় নৈপূণ্যে মৌসুমে একমাত্র গোলকিপার হিসেবে সেরা তিনে নাম লিখিয়েছেন বেলজিয়ান তারকা।
রিয়ালের এই দুই ফুটবলারের সঙ্গে সেরাদের সেরা হওয়ার প্রতিদ্বন্দ্বীতায় থাকবেন ম্যান সিটির কেভিন ডি ব্রুইনা। আরও একবার চ্যাম্পিয়ন্স লিগে ব্যর্থ হলেও গেলো মৌসুমে সিটিজেনদের প্রিমিয়ার লিগের রূপালি ট্রফি এনে দেয়ার নেপথ্য নায়কদের একজন এই মিডফিল্ড মায়েস্ত্রো।
বর্ষসেরা কোচের দৌড়েও লড়াইটা হবে রিয়াল ও ম্যান সিটির। দুই ক্লাবের দুই কোচ কার্লোস আনচেলত্তি ও পেপ গার্দিওলার সাথে আছেন লিভারপুল বস য়্যুর্গেন ক্লপ।
ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের প্রকাশিত ৩০ জনের তালিকা-
১. কোর্তোয়া
২. রাফায়েল লিও
৩. ক্রিষ্টোফার এনকুকু
৪. মোহাম্মদ সালাহ
৫. জোসোয়া কিমিখ
৬. আরনল্ড
৭. লেভানদোভস্কি
৮. ভিনিসিয়াস জুনিয়র
৯. লুইস দিয়াজ
১০. বার্নার্ডো সিলভা
১১. ক্যাসিমিরো
১২. সন
১৩. ফ্যাবিনহো
১৪. রিয়াদ মাহরেজ
১৫. করিম বেনজেমা
১৬. নুনেজ
১৭. মাইক মাইগান
১৮. হ্যারি কেইন
১৯. সাদিও মানে
২০. ফিল ফোডেন
২১. কেভিন ডি ব্রুইন
২২. ক্রিশ্চিয়ানো রোনালদো
২৩. রুডিগার
২৪. লুকা মড্রিচ
২৫. সেবাস্তিয়ান হালার
২৬. হ্যালান্ড
২৭. এমবাপ্পে
২৮. জোয়াও ক্যান্সেলো
২৯. ভ্যান ডাইক
৩০. ভ্লাহোভিক