স্পোর্টস ডেস্ক: রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের কারণে শ্রীলঙ্কা থেকে এশিয়া কাপ সরিয়ে সংযুক্ত আরব আমিরাতে বসতে যাচ্ছে। চলতি মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটির ১৫তম আসর। আসন্ন আসরটিতে ম্যাচ পরিচালনার সুযোগ পেতে যাচ্ছেন দুই বাংলাদেশি আম্পায়ার।
সব ঠিক থাকলে আগামী ২৭ আগস্ট থেকে শুরু হওয়া টুর্নামেন্টে ম্যাচ পরিচালনা করতে দেখা যাবে বাংলাদেশের দুই আম্পায়ার মাসুদুর রহমান মুকুল ও গাজী আশরাফুল আফসার সোহেলকে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আম্পায়ার বিভাগের প্রধান ইফতেখার রহমান। তিনি বলেন, ‘কাল (আজ) বোর্ড সভায় এই দুজনের নাম জানাব।’
এর আগে ২০১৮ এশিয়া কাপে বাংলাদেশের আম্পায়ারদের মধ্যে ছিলেন শুধু আনিসুর রহমান। গত দুই বছর দেশের মাঠে হওয়া প্রতিটি টেস্টে অনফিল্ড আম্পায়ারিং করে প্রশংসিত শরফুদ্দৌলা ইবনে সৈকতকে এবারের টুর্নামেন্টে যাওয়ার সুযোগ না পাওয়ার ব্যাখ্যায় ইফতেখার বলেছেন, ‘সৈকত আমাদের এক নম্বর আম্পায়ার। সে অনেক আন্তর্জাতিক ম্যাচ পায়। বাকিদের তার কাছাকাছি নিয়ে আসতে এই টুর্নামেন্টে সৈকতকে পাঠাচ্ছি না।’