স্পোর্টস ডেস্ক: পাকিস্তান-ভারতের ম্যাচ মানেই উত্তেজনা। যার প্রভাব ২২ গজ ছাড়িয়ে পড়ে উভয় দেশের রাজনীতিতে। অনেকদিন ধরে এ দু’দল দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হচ্ছে না। তবে আইসিসি ও এসিসির বৈশ্বিক ইভেন্টে তারা মুখোমুখি হয়ে থাকে। সবশেষ দল দুটি মুখোমুখি হয়েছিল গত বছর আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে। যেখানে ভারতকে গুড়িয়ে দেয় পাকিস্তান। বাবর, রিজওয়ান ও আফ্রিদিদের অভাবনীয় পারফরম্যান্সে ১০ উইকেটে ম্যাচটি জিতে নেয় পাকিস্তান।
এবার আবার মুখোমুখি হতে যাচ্ছে পাকিস্তান ও ভারত। আগামী ২৮ আগস্ট এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দল দুটি। ইতোমধ্যে এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। টি-টোয়েন্টি ফরম্যাটের টুর্নামেন্টটি এশিয়া কাপের ১৫তম আসর। উদ্বোধনী দিনে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও আফগানিস্তান।
পরদিন অর্থাৎ ২৮ আগস্ট হবে টুর্নামেন্টের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ পাকিস্তান ও ভারতের লড়াই। তবে আসরে যে এই একবারই দল দুটি মুখোমুখি হবে এমনটা নয়। এসিসির সূচি অনুসারে পাক-ভারত ভক্তদের জন্য দারুণ খবর অপেক্ষা করছে। কারণ মাত্র ১৬ দিনের মধ্যে একে অপরের বিরুদ্ধে তিনবার মুখোমুখি হতে পারে এশিয়ার দেশ দুটি।
রাজনৈতিক টানাপোড়েনের ফলে ২০১২ সালের পর থেকে বন্ধ রয়েছে দেশ দুটির মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ। ক্রীড়াপ্রেমীদের মনে প্রশ্ন জাগার কথা কিভাবে ১৬ দিনের মধ্যে তিনবার একে অপরের মুখোমুখি হবে। যেখানে কিনা গত ১০ বছরে দল দুটিকে দ্বিপাক্ষিক সিরিজে দেখা যায়নি।
আসুন দেখে নেই সেই সম্ভাবনা
২৮ আগস্ট রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমবার মুখোমুখি হবে পাকিস্তান-ভারত। যেটি উত্তেজনা ছড়াবে এতে কোনও সন্দেহ নেই। কেননা সবশেষ দেখায় পাকিস্তানের কাছে হারের ক্ষত থেকে মুক্তি পেতে মরিয়া ভারত।
দ্বিতীয়বার সুপার ফোরে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘোষিত সূচি অনুসারে গ্রুপ পর্বে শীর্ষ দুই দল খেলবে সুপার ফোরে। যেখানে প্রতিটি দল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে একে অপরের মুখোমুখি হবে। সে হিসেবে আগামী ৪ সেপ্টেম্বর পুনরায় মুখোমুখি হবে বাবর-রোহিতরা। ঘোষিত সূচিতে দেখা যায় এদিন এ১ বনাম এ২ এর খেলা রয়েছে। যেহেতু ভারত ও পাকিস্তান এ গ্রুপে রয়েছে সে হিসেবে সম্ভাব্য শীর্ষ দুই হিসেবে তাদেরকে বিবেচনা করা হয়েছে।
তাই ২৮ আগস্টের প্রথম ম্যাচে যারা জয়ী হবে তারা চাইবে দ্বিতীয় ম্যাচটিতেও জয় তুলে নিতে। আর পরাজিত দল চাইবে আগের ম্যাচে হারের শোধ তুলতে। এ ম্যাচটিও অনুষ্ঠিত হবে দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
আর তৃতীয়বারের দেখা হওয়ার সম্ভাবনা টুর্নামেন্টের ফাইনালে। তবে ফাইনালে দেখা না হলেও অন্তত ক্রিকেটপ্রেমীরা দুই দলের দুইটি দ্বৈরথ দেখা থেকে বাদ যাবেন না এটা বলা যায়।
এশিয়া কাপের সূচি
প্রথম পর্ব
২৭ আগস্ট, ২০২২- শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান
২৮ আগস্ট, ২০২২- ভারত বনাম পাকিস্তান
৩০ আগস্ট, ২০২২- বাংলাদেশ বনাম আফগানিস্তান
৩১ আগস্ট,২০২২- ভারত বনাম বাছাইপর্ব পেরিয়ে আসা দল
১ সেপ্টেম্বর, ২০২২- শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ
২ সেপ্টেম্বর, ২০২২- পাকিস্তান বনাম বাছাইপর্ব পেরিয়ে আসা দল
দ্বিতীয় পর্ব
৩ সেপ্টেম্বর, ২০২২- বি১ বনাম বি২
৪ সেপ্টেম্বর, ২০২২- এ১ বনাম এ২
৬ সেপ্টেম্বর, ২০২২- এ১ বনাম বি১
৭ সেপ্টেম্বর, ২০২২- এ২ বনাম বি২
৮ সেপ্টেম্বর, ২০২২- এ১ বনাম বি২
৯ সেপ্টেম্বর, ২০২২- এ২ বনাম বি১
ফাইনাল
১১ সেপ্টেম্বর, ২০২২