ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: মালির সীমান্ত এলাকা বুরকিনা ফাসোতে জঙ্গিদের জোড়া হামলায় অন্তত ১২২ জন নিহত হয়েছে। ওয়াশিংটন পোস্ট ও গার্ডিয়ান জানায়, নিহতদের মধ্যে রয়েছে ৭ সেনা, ৮০ জঙ্গি ও ৩৫ বেসামরিক নাগরিক রয়েছে। নিহত ৩৫ বেসামরিক নাগরিকের মধ্যে ৩১ জনই নারী। দেশটির সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, মঙ্গলবার আরবিন্দা শহরে একটি সামরিক ঘাঁটিতে জঙ্গি হামলার পর সেনাবাহিনী পাল্টা জবাব দিলে এ হতাহতের ঘটনা ঘটে।
এদিকে, ৪৮ ঘন্টার রাষ্ট্রীয় শোক ঘোষনার ডাক দেন দেশটির প্রেসিডেন্ট রোচ মার্ক খ্রিশ্চিয়ান কাবোর। এরআগে, প্রায় পাঁচ বছর ধরে সেখানে একের পর এক জঙ্গি হামলা চালিয়ে দায় স্বীকার করে আসছিলো আল কায়দো এবং ইসলামিক স্টেট গ্র“প। জাতিসংঘের তথ্যানুযায়ী, বুরকিনা ফাসোতে জঙ্গি হামলায় ৭০০ জনেরও বেশি মানুষ মারা গেছে এবং প্রায় ৫ লাখ ৬০ হাজার মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে।