ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: নাগরিকত্ব আইন নিয়ে আজও বিক্ষোভ হয়েছে ভারতে। বিক্ষোভ থামাতে বেশ কিছু এলাকায় জারি করা হয় ১৪৪ ধারা। কলকাতার বিক্ষোভে নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর উত্তর প্রদেশে নিহতদের পরিবারের সাথে দেখা করতে গিয়ে বাধার মুখে পড়েন, রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। মামলা হয়েছে সোনিয়া গান্ধীর নামে।
বিজেপি শাসিত উত্তরপ্রদেশে নিহতরা পুলিশের গুলিতেই প্রাণ হারিয়েছেন বলে অবশেষে স্বীকার করেছে রাজ্যটির পুলিশ। নিহতদের পরিবারের সাথে দেখা করতে গেলে সাবেক কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ও কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধীকে ফিরিয়ে দিয়েছে উত্তরপ্রদেশের পুলিশ। আক্রমণাত্বক বক্তব্য দেয়ায় মামলা হয়েছে প্রিয়ঙ্কা গান্ধী, কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী, ও AIMIM সভাপতি আসাদউদ্দিন ওয়েসির নামে।
নাগরিকত্ব আইন নিয়ে উত্তাপ থামছেই না ভারতে। বরং উত্তর-পূবাঞ্চলের রাজ্য থেকে ছড়িয়ে পড়েছে দক্ষিণের রাজ্যগুলোতে।
বিক্ষোভ হয়েছে পশ্চিমবঙ্গ, দিল্লি, আসাম, কর্নাটকসহ ভারতে প্রায় সবকটি রাজ্যে। দিল্লির মান্দি হাউস থেকে জন্তর-মন্তর পর্যন্ত বিক্ষোভ মিছিলের ঘোষণায় জারি করা হয় ১৪৪ ধারা।
আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ শাদাব বানু বলেন, ‘আমি নাগরিকত্ব আইনের প্রতিবাদ করতে এসেছি। এটি আমার অধিকার। তবে সরকার আমাদের অধিকার দমন করতে চাচ্ছে।’
পশ্চিবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ধর্মের নামে বিভেদের রাজনীতি করছে বিজেপি।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সরকার মানুষের মধ্যে ভয়ের সৃষ্টি করছে। গত পাঁচ-ছয় বছর ধরেই সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টির পায়তারা করছে। আমরা সংবিধান বিরোধী এসব কর্মকান্ড সমর্থন করবো না।
এদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ছাত্র-শিক্ষকদের তোপের মুখে পড়েন, নাগরিকত্ব আইনের সমর্থক, পশ্চিবঙ্গের রাজ্যপাল জয়দ্বীপ ধনখড়।
এদিকে, দেশে কোনো আটককেন্দ্র নির্মাণ হচ্ছে না বলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা দিলেও, পুরোপুরিা প্রস্তুত একটি আটককেন্দ্রের খোঁজ পাওয়া গেছে ব্যঙ্গালুরে। উদ্বোধন হবে শিগগিরই।
বাধার মুখে রাহুল-প্রিয়াঙ্কা; সোনিয়া গান্ধীর নামে মামলা
আন্তর্জাতিক
0 Views