স্পোর্টস ডেস্ক: যমুনা ব্যাংক ও বাংলালিংককের কাছে প্রায় ছয় কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান।
মেয়াদ শেষের পরও ব্র্যান্ড অ্যাম্বাসেডর চুক্তি ব্যবহার করায় এ লিগ্যাল নোটিশ পাঠান তিনি।
রোববার (২৪ জুলাই) সাকিবের আইনজীবী আশরাফুল হাদী এ তথ্য নিশ্চিত করেন।
আইনজীবী আশরাফুল হাদী বলেন, বাংলালিংক চুক্তি ভঙ্গ করে বেআইনি ভাবে যমুনা ব্যাংকের এটিম বুথসহ আরো অন্যান্য জায়গায় সাকিব আল হাসানের ছবি, ব্র্যান্ড, স্বাক্ষর সম্বলিত ছবি প্রচার করছে নিজেদের ব্যবসায়িক স্বার্থ অন্যায় ভাবে হাসিলের জন্য। এই ধরনের বেআইনি কাজে বাংলালিংক ও যমুনা ব্যাংকের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে।