স্পোর্টস ডেস্ক: দ্বিতীয় ওয়ানডে বাংলাদেশকে ১০৯ রানের টার্গেট দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ওয়ানডের মতো দ্বিতীয়টিতেও সফরত বাংলাদেশের বোলাররা কোণঠাসা করে রেখেছেন স্বাগতীক ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের। হাত খুলে তো খেলতে পারছেন না ক্যারিবীয়রা। একের পর এক উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছেন তারা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতেও স্বাগতিকদের চেপে ধরেছেন নাসুম আহমেদ-মেহেদী হাসান মিরাজরা। ৩৫ ওভারে থেমে গেলো ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইন।
প্রথম ওয়ানডের মতো দ্বিতীয়টিতেও বাংলাদেশের বোলাররা কোণঠাসা করে রাখে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের। হাত খুলে খেলতে তো পারেনি উল্টো একের পর এক উইকেট বিলিয়ে দিয়ে গেছে টাইগারদের। শেষ পর্যন্ত ১০৮ রানেই গুটিয়ে গেছে স্বাগতিকরা।
দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে ব্যাট করতে নেমে ৩৪.৫ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১০৮ রান তুলে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজ নিশ্চিত করতে বাংলাদেশের চাই ১০৯ রান। এই সিরিজ জিতলেই নিজেদের ৩১তম ওয়ানডে সিরিজ হয় হবে টাইগারদের। সে সঙ্গে ওয়েন্ট ইন্ডিজের বিপক্ষে টানা ১০ ওয়ানডে জয়ের রেকর্ডও গড়বে তামিম বাহিনী।
বুধবার (১৩ জুলাই) গায়ানায় সিরিজের দ্বিতীয় ম্যাচেও টস জিতেছে বাংলাদেশ। প্রথম ম্যাচের মতো এবারও আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় টাইগাররা। একাদশে তাসকিন আহমেদের জায়গায় নেওয়া হয় মোসাদ্দেক হোসেনকে।
গায়ানায় সিরিজের দ্বিতীয় ম্যাচেও টস জিতেছে বাংলাদেশ। প্রথম ম্যাচের মতো এবারও আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগাররা। একাদশে তাসকিন আহমেদের জায়গায় নেওয়া হয়েছে মোসাদ্দেক হোসেনকে।