ইন্টারন্যাশনাল ডেস্ক: পূর্ব ইউক্রেনের শিল্পাঞ্চলের জন্য বিখ্যাত সেভেরোদনেৎস্কর শহরতলি মেটিওলকিন দখলে নিয়েছে রুশ সেনারা। সোমবার তারা ঢুকে পড়ল মূল শহরে। ।
সেভেরোদনেৎস্কের মেয়র সেরহি হারদাই জানিয়েছেন, শিল্পাঞ্চলের বড় অংশ এখন রুশ সেনার দখলে। তবে এখনো অ্যাজট রাসায়নিক কারখানা ইউক্রেনের সেনার হাতে আছে।
কারখানার ভেতরে আশ্রয় নিয়েছিলেন অন্তত ৩০০-এর বেশি বেসামরিক মানুষ। তারা সবাই সেখানে আটকে পড়েছেন। তাদের ঘিরে রেখেছেন ইউক্রেনের সেনারা।
এর আগে মারিউপোলের একটি কারখানায় ঠিক এভাবেই আটকে পড়েছিলেন বহু বেসামরিক ইউক্রেনীয়। দীর্ঘদিন ধরে সেই কারখানা ঘিরে লড়াই হয়েছিল। শেষপর্যন্ত জাতিসঙ্ঘের হস্তক্ষেপে ওই কারখানা থেকে উদ্ধার করা হয় বেসামরিক মানুষদের। কারখানায় থাকা ইউক্রেনীয় সেনাদের বন্দি করেছেন রুশ সেনারা। সেভেরোদনেৎস্কে মারিউপোলের সেই ঘটনার পুনরাবৃত্তি হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
সূত্র: ডয়েচে ভেলে