ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: হন্ডুরাসে শুক্রবার কারাবন্দীদের এক দাঙ্গায় কমপক্ষে ১৮ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন বলে দেশটির কর্তৃপক্ষ শনিবার জানিয়েছে।
সরকার কারাগার ব্যবস্থায় জরুরি অবস্থা ঘোষণার কয়েকদিনের মধ্যে রাজধানী তেগুসিগালপা থেকে প্রায় ১৯০ কিলোমিটার দূরে উত্তর বন্দর শহর তেলায় এ দাঙ্গার ঘটনা ঘটলো।
মঙ্গলবার দেশটির এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছিলেন, কারাবন্দীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনায় হন্ডুরিয়ান সশস্ত্র বাহিনীকে দেশটির কারাগার চালানোর দায়িত্ব দেয়া হয়েছে।
রাষ্ট্রপতির চিফ অফ স্টাফ এবল দিয়াজ বলেন, ‘সাম্প্রতিক দিনগুলোতে কারাবন্দীদের এই সহিংসতা এবং মৃত্যুর ঘটনায় আমরা সামরিক হস্তক্ষেপ নিশ্চিত করেছি।’ ‘আমরা এই সিস্টেমটি সংস্কারের টার্গেট নিয়েছি,’ বলেন তিনি।
গত সপ্তাহের শনিবার রাতে মোরোসেলির পূর্ব শহর লা তোলভার সর্বাধিক সুরক্ষিত একটি কারাগারে ৫ বন্দী এবং একটি চক্রের সদস্যকে গুলি করে হত্যা করা হয়।
এছাড়া ৪ ডিসেম্বর দেশটির একটি পুনর্বাসন কেন্দ্রে সহিংসতায় ৪ কিশোর মারা যায়।
৮ হাজার ধারণ ক্ষমতা সম্পন্ন হন্ডুরাসের কারাগারে প্রায় ২১ হাজারের বেশি বন্দী রয়েছে।