স্টাফ রিপোর্টার ॥ গত ৭ জুন (মঙ্গলবার) দুপুরে নারায়ণগঞ্জ আড়াইহাজার উপজেলাস্থ রসুলপুর মহিলা দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান মাদ্রাসা মাঠে বিশাল আঙ্গিনায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা শৃঙ্খলিত সমাজের প্রাণ পুরুষ আলহাজ্ব গাজী ওসমান গনি, বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য মাহবুবুর রহমান রোমান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গাজী খলিলুর রহমান, বাংলাদেশ সুপ্রীম কোর্টের সহকারী এটর্নি জেনারেল মোঃ মাহফুজুর রহমান লিখন, সাতগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব অদুদ মাহমুদ অদুদ, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ জাকির হোসেন বাবলু, সেক্রেটারী মোঃ জয়নাল আবেদীন মুকুল। অন্যান্যের মাঝে ছিলেন সাংবাদিক কাজী মজিবুর রহমান, স্বাস্থ্য কর্মকর্তা গাজী দানিয়েল, সাতগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ সাংগাঠনিক সম্পাদক গাজী স্যামুয়েল উপস্থাপনা করেন মাওলানা ইয়াহিয়া ও সিনিয়র শিক্ষক মোঃ শাখাওয়াত হোসেন। প্রধান অতিথি নারায়ণগঞ্জ আসনের সম্মানিত সাংসদ রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় উপস্থিত থাকতে পারেননি। সভায় অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয়া হয় এবং ক্রেস্ট প্রদান করা হয়। আলোচনা পর্বের শুরুতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন তাজরিন আক্তার। স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসা সুপার মাওলানা আবু সাঈদ মিয়া। । মানপত্র পাঠ করেন বিদায়ী ছাত্রী জেবা রাইসা, বিদায়ী ছাত্রীদের মাঝে বক্তব্য রাখেন নুসরাত জেরিন, বিদায়ী ছাত্রীদের উদ্দেশ্যে অভিনন্দনপত্র পাঠ করেন রোবাইয়া তাসনুবা। উল্লেখ্য, এবার সাধারণ ছাত্রী ৩৮ জন এবং ভোকেশনাল ২৩ জন্য ছাত্রী পরীক্ষায় অংশ নেবেন। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ উদযাপন উপলক্ষে উপজেলা পর্যায়ে প্রতিষ্ঠান হিসেবে রসুলপুর মহিলা মাদ্রাসা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, সুপার মাওলানা আবু সাঈদ মিয়া শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, মোঃ শাখাওয়াত হোসেন শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক এবং নবম শ্রেণীর ছাত্রী লুবায়ানা তাছনুবা শ্রেষ্ঠ ছাত্রী নির্বাচিত হয়েছেন। শিক্ষক শাখাওয়াত জেলায়ও শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন।
সাতগ্রাম ইউনিয়ন পরিষদের ৩ বার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব অদুদ মাহমুদ অদুদ ছাত্রীদের প্রতি আন্তরিকতা প্রকাশ করেন ও আগত অতিথিদের অভিনন্দন জানান। রসুলপুর মহিলা দাখিল মাদ্রাসাটি জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হওয়া প্রধানমন্ত্রীর নারী শিক্ষার প্রতি গুরুত্ব ও প্রেরণার ফসল। সে প্রেরণায় নারজায়ণগঞ্জের শিক্ষাবান্ধব স্থানীয় সাংসদ আলহাজ্ব নজরুল ইসলাম বাবুর প্রচেষ্টায় ভবন নির্মাণ এবং প্রতিষ্ঠাতার ভ’য়সী প্রশংসা করেন। বিশেষ অতিথি সহকারী এটর্নী জেনারেল মাহফুজুর রহমান লিখন বলেন, ছাত্রীদের উপস্থাপনা, হামদ-নাত পরিবেশনায় মুগ্ধ। তিনি প্রতিষ্ঠানের অগ্রগতি কামনা করেন। বিশিষ্ট মুক্তিযোদ্ধা আলহাজ্ব জি এম খলিলুর রহমান বলেন, দীর্ঘদিনের প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি বিশাল আঙ্গিকে গড়ে উঠেছে। তিনি প্রতিষ্ঠাতার দীর্ঘ আয়ু কামনা ও এলাকাবাসীর অবদানের জন্য তাদের মঙ্গল কামনা করেন। জেলা পরিষদ সদস্য মাহবুবুর রহমান রোমান বলেন, মেয়েদের সুন্দর উপস্থাপনায় অভিভ’ত হয়েছেন। নারীদের যোগ্যতা অর্জন করে দেশ উন্নয়নের অংশ নিতে পারে। তিনি নারীদের অগ্রগতি দক্ষতা অর্জনের পরামর্শ দেন। প্রধান অতিথি উপস্থিত থাকলে আজকের অনুষ্ঠান আরও সাফল্য মন্ডিত হতো।
সভাপতি আলহাজ্ব গাজী ওসমান গনি প্রথমে আল্লাহতায়ালার শুকরিয়া আদায় করেন। তিনি বলেন, জীবনের শেষকালে এ আয়োজন করতে পেরেছি। সকলের সাথে মিলতে পেরে ধন্য মনে করছি। যারা আয়োজনকে সাফল্য মন্ডিত করতে উপস্থিত হয়েছেন, সহায়তা করেছেন সকলকে তিনি যাযাখায়ের দানের পরম করুণাময়ের নিকট দোয়া করেন। প্রতিষ্ঠানটি গড়ার পেছনের কথা স্মরণ করে আবেগ আপ্লুত হয়ে যান। এমন এক সময় ছিল যখন সাহস যোগানের লোক ছিল না। ভরসা দেয়াটা ছিল খুবই আকাঙ্খার বিষয়। কেউ কেউ বলেছেন এমন একটি প্রতিষ্ঠান গড়তে ১০ লাখ টাকা হাতে নিয়ে নামতে হবে। অন্যদিকে আবার দরিদ্র শ্রেণীর মানুষগুলো পাশেও এসে দাঁড়িয়ে ছিল। অনেক সহযোগিতা করেছে, সাহস যুগিয়েছে। আমাদের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবুর মাদ্রাসার প্রতি দৃষ্টি আছে। সম্প্রতি পশ্চিম পাশের বিল্ডিংটি করে দিয়ে বিরাট অবদান রেখেছেন। তিনি বলেন, এ বয়সে তদারকি করতে আমাকে ভোর ৬টায়ও আসতে হয়। কমিটি মিটিং হলে রাত গভীরে বাড়ীতে যাওয়া নিত্য দিনের ব্যাপার। তিনি মুক্তিযোদ্ধা জি এম খলিলুর রহমানসহ অনেককে পাশে পেয়েছেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে সভার কাজ শেষ করেন।
রসুলপুর মহিলা দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
আজনিউজ২৪ :
0 Views