স্পোর্টস ডেস্ক: ম্যাথিউস-চান্দিমাল জুটিতে বড় সংগ্রহের পথে এগোচ্ছে শ্রীলঙ্কা। সেঞ্চুরি তুলে নিয়েছে তৃতীয় দিন শেষে অপরাজিত থাকা দুই ব্যাটসম্যানই। ২৭৪ বলে ছয় চার ও দুই ছক্কায় ম্যাথিউসের ক্যারিয়ারের ১৩তম সেঞ্চুরির পর ১৮১ বলে নয় চার ও এক ছক্কায় চান্দিমাল তুলে নিয়েছেন ১২তম টেস্ট সেঞ্চুরি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ১৪৮ ওভারে ৫ উইকেট হারিয়ে ৪২৮ রান। এতে লঙ্কানদের লিড দাঁড়িয়েছে ৬১ রানের। ম্যাথিউস ১০৭ ও চান্দিমাল ১০৪ রানে ব্যাট করছেন। দুই জনের জুটিতে এখণ পর্যন্ত এসেছে ১৬০ রান।
বৃহস্পতিবার (২৬ মে) নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগেই শুরু হয় ঢাকা টেস্টের চতুর্থ দিন। মধ্যাহ্ন বিরতির আগে খেলা হয় ৩৩ ওভারের লম্বা সেশন। যেখানে বাংলাদেশ কোনো উইকেট তুলে নিতে পারেনি। তবে স্বাগতিকদের রান টপকে লিড নিয়েছে শ্রীলঙ্কা। সে সঙ্গে সেঞ্চুরির খুব কাছে অবস্থান করছে চট্টগ্রাম টেস্টে ১৯৯ রানের দুর্দান্ত ইনিংস খেলা ম্যাথিউস। আর আগের দিনের অপরাজিত চান্দিমালও দেখা পেয়েছে ক্যারিয়ারে ২২তম হাফসেঞ্চুরির।
মধ্যাহ্ন বিরতিতে যাওয়া আগে ৪ রানের লিড নিয়েছে সফরকারীরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ১৩০ ওভার খেলে ৫ উইকেটে ৩৬৯ রান। ম্যাথিউজ ৯৩ ও চান্দিমাল ৬১ রানে অপরাজিত আছেন। দুজনের ষষ্ঠ উইকেট জুটিতে এখন পর্যন্ত এসেছে ১০৩ রান। এই সেশনে বাংলাদেশে কোনো উইকেট নিতে পারেনি। প্রথম ইনিংসে স্বাগতিকদের করা ৩৬৫ রান ছাড়িয়ে গেল শ্রীলঙ্কা।
ঢাকা টেস্টের বৃষ্টি বিঘ্নিত তৃতীয় দিনের খেলা শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ছিল ৫ উইকেট হারিয়ে ২৮২ রান। লঙ্কানদের হয়ে ৫৮ রানে অপরাজিত ছিলেন ম্যাথিউস। আর ১০ রান নিয়ে ব্যাট করছিলেন দীনেশ চান্দিমাল। ৮৩ রানে পিছিয়ে থাকা লঙ্কানরা লক্ষ্য ছিল লিড।
বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ৯.৩০ মিনিটে অনুষ্ঠিত হয় চতুর্থ দিনের খেলা। মূলত বৃষ্টির কারণে তৃতীয় দিন ৩৯ ওভার কম খেলায় ক্ষতি পুষিয়ে নিতে ৩০ মিনিট আগেই খেলা শুরু করা হয়। পঞ্চম দিনেও ৩০ মিনিট আগে খেলা শুরু হবে।