স্পোর্টস ডেস্ক: জমে গেছে অ্যাঞ্জেলো ম্যাথিউস ও কুশাল মেন্ডিসের জুটি। লাঞ্চের পর তাদের ব্যাটে দ্রুতই তিন অঙ্ক ছুঁয়ে ফেলেছে শ্রীলঙ্কা। ৯৩ বলে ক্যারিয়ারের ১৩তম অর্ধশতক তুলে নেন মেন্ডিস। তার ফিফটির ইনিংসে চারের মার ছিল ৩টি।
৪৫ ওভারে সফরকারীদের সংগ্রহ ২ উইকেটে ১৩৯। ৫১ রানে খেলছেন মেন্ডিস। ম্যাথিউসের রান ৩৮।
মিরাজের চোটের কারণে দীর্ঘ এক বছরেরও বেশি সময় পর টেস্ট দলে ফিরেছেন নাঈম। চট্টগ্রামে প্রথম ইনিংসের প্রথম সেশনের নায়ক তিনি। তার কল্যাণেই স্বস্তি নিয়ে প্রথম সেশন পার করে বাংলাদেশ। টস জিতে আজ ব্যাটিং করার সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক দ্বিমুথ করুণারাত্নে।
ব্যাট করতে নেমে ভালো শুরুর আভাস দেয় শ্রীলঙ্কা। শুরু থেকে কিছুটা হাত খুলে খেলেন দুই ওপেনার ওশাদা ফার্নান্দো ও দিমুথ করুণারত্নে। তবে, জুটি বড় করতে পারলেন না। লঙ্কান অধিনায়ক করুণারত্নেকে আউট করে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দিয়েছেন একাদশে ফেরা স্পিনার নাঈম হাসান। ১৭ বলে ৯ রান করেন তিনি।
করুনারত্নে আউট হওয়ার পর কুশাল মেন্ডিসকে নিয়ে প্রতিরোধ গড়ছিলেন ওশাদা ফার্নান্দো। তবে বেশিদূর যেতে পারেনি এই জুটি। ফার্নান্দোকে থামিয়ে প্রতিরোধ ভাঙলেন নাঈম। এটি তার দ্বিতীয় শিকার। অফ স্টাম্পের বাইরের ডেলিভারি পা বাড়িয়ে খেলার চেষ্টা করেন ফার্নান্দো। ঠিক মতো পারেননি, ব্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে লিটন দাসের গ্লাভসে। রিভিউ নিয়েও কাজ হয়নি। ভাঙে ৮১ বল স্থায়ী ৪৩ রানের জুটি। এক ছক্কা ও তিন চারে তিনি করেন ৩৬ রান।
প্রথম সেশন শেষের আগেই বাংলাদেশ দুটি রিভিউ হারিয়েছে। দুটিই শরিফুল ইসলামের বলে। অষ্টম ওভারে ওশান ফার্নান্দোর পায়ে লাগলে আম্পায়ার সাড়া দেননি। শরিফুলের পরামর্শে রিভিউ নেন মুমিনুল। আউটসাইডে পিচ করায় রিভিউ হারায় বাংলাদেশ। দ্বিতীয় রিভিউ হারায় ২৩তম ওভারে। এবার বল লাগে ম্যাথুজের পায়ে। আম্পায়ার সাড়া না দিলে শরিফুল এবারও আউটের ইঙ্গিত দেন। মুমিনুল রিভিউ নিলে দেখা যায় বল আউটসাইডে পিচ করেছে। দিনের প্রথম সেশনে ২৩ ওভারে দুটি রিভিউ হারায় বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ:
তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, খালেদ হোসেন ।
শ্রীলঙ্কা একাদশ:
দিমুথ করুনারত্নে (অধিনায়ক), ওশাদা ফার্নান্দো, কুশাল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জয়া ডি সিলভা, দিনেশ চন্ডিমাল, নিরোশান ডিকওয়েলা, রমেশ মেন্ডিস, লাসিথ এম্বুলডেনিয়া, বিশ্ব ফার্নান্দো এবং অসিথা ফার্নান্দো।