ইসমাইল হোসেন রবিন, লক্ষ্মীপুর প্রতিনিধি : পৈত্রিক সম্পত্তিতে পুরোনো ঘর ভেঙ্গে নতুন ঘর নির্মাণে কালে স্থানীয় নিশান চাঁদা দাবি করে। দাবীকৃত চাঁদা দিতে অস্বীকার করায় নিশানের নেতৃত্বে হামলায় কামাল হোসেন শামীম ও সোহেল গুরুত্ব আহত হয়। আহতরা বর্তমানে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ঘটনাটি ঘটেছে, (১৩ মে) শুক্রবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার ৭নং বশিকপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড রামনগর গ্রামের খলিলুর রহমান পাটোয়ারী বাড়ীর সম্মূখে সাবেরের চায়ের দোকানের সামনে।
জানা যায়, বশিকপুর ইউনিয়নের রামনগর গ্রামের খলিলুর রহমান পাটোয়ারী বাড়ীর মৃত হারুন পাটোয়ারীর পুত্র কামাল হোসেন শামিম পৈত্রিক সম্পত্তিতে পুরোনো ঘর ভেঙ্গে নতুন ঘর নির্মাণে কালে একই ইউনিয়নের রশিদপুর গ্রামের সুজায়েত উল্যার পুত্র মসিউর রহমান নিশান ২ লক্ষ টাকা চাঁদা দাবী করে।
দাবীকৃত চাঁদা দিতে অশ্বিকার করায় নিশানের নেতৃত্বে কালু মিয়ার পুত্র মোঃ কামাল, মোঃ ফরিদ,শেরপুর গ্রামের হুমায়ুন দেওয়ান এর পুত্র মোঃ সজিব, মোঃ রুবেল দেওয়ানসহ আরও অনেক শামিমের উপর হামলা চালায়। এসময় শামিম ও নুরুল ইসলামের পুত্র মোঃ সোহেল গুরুতর আহত হয়। এছাড়াও হামলাকারীদের হামলায় শামিমের ডান হাতের কবজি ভেঙ্গে যায়। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত আনোয়ার হোসেন শামিম জানান, আমি ঘরের কাজ ধরলে নিশান গত কয়েকদিন যাবত আমার কাছে ২ লক্ষ টাকা চাঁদা দাবী করে। তাদের দাবীকৃত টাকা না দিলে প্রকাশ্যে হত্যা, গুম করার হুমকি প্রদান করে। এর জের ধরে আজ দল-বল দিয়ে আমার উপর হামলা করে। আমি এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানায় একটি এজাহার দাখিল করেছি।