ইন্টারন্যাশনাল ডেস্ক: মুসলিম বিদ্বেষী হিসেবে পরিচিত মেরি লা পেনকে হারিয়ে ফ্রান্সের মসনদ নিজের কাছেই রাখলেন ইমানুয়েল ম্যাক্রোঁ। স্থানীয় সময় সোমবার (২৫ এপ্রিল) দ্বিতীয় ও শেষ ধাপের ভোট গণনার পর ম্যাক্রোঁ প্রায় ৫৮ শতাংশ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন বলে জানা গেছে।
বিবিসি’র খবর অনুযায়ী, ইমানুয়েল ম্যাক্রোঁ ৫৮ শতাংশ ভোট পেয়ে নিজের দ্বিতীয় মেয়াদ নিশ্চিত করেছেন। তিনিই জনপ্রিয়তাই এগিয়ে ছিলেন।
অন্যদিকে মেরি লা পেন প্রায় ৪২ শতাংশ ভোট পেয়ে হার মেনে নিয়েছেন বলেও জানা গেছে বিবিসির লাইভ আপডেট থেকে।
লা পেন এই ৪২ শতাংশ ভোট পাওয়াকেই ঐতিহাসিক বলে দাবি করেছেন। ফলাফল জানার পর সমর্থকদের সামনে দেয়া ভাষণে তিনি ম্যাক্রোঁর শক্তিশালী বিরোধী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
ফলাফল ঘোষণার পর ফ্রান্সের রাজধানী প্যারিসের ঐতিহ্য আইফেল টাওয়ারের সামনে ম্যাক্রোঁর সমর্থকরা বিজয় উল্লাসে মেতে উঠেছে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এক টুইটবার্তায় ম্যাক্রোঁকে অভিনন্দন জানিয়ে বলেছেন, ফ্রান্স আমাদের সবচেয়ে ঘনিষ্ঠ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্রদের মধ্যে একজন। দেশটির পুনর্নির্বাচিত নেতা ম্যাক্রোঁর সঙ্গে কাজ করার জন্য ব্রিটিশ সরকার উন্মুখ।
এর আগে গত ১১ এপ্রিল প্রথম ধাপের ভোটাভুটি শেষে ৯৭ শতাংশ ভোট গণনায় দেখা যায়, ম্যাক্রোঁ ২৭ দশমিক ৩৫ শতাংশ ভোট পেয়েছেন। আর মেরি লা পেন পেয়েছেন ২৩ দশমিক ৯৭ শতাংশ ভোট। এছাড়া ২১ দশমিক ৭ শতাংশ ভোট পেয়েছেন জ্য-লুক মেলেনচন।
এই মেলেনচনই নির্বাচনী সমাবেশে তার সমর্থকদের বলেছিলেন, মেরি লা পেনকে আপনারা একটি ভোটও দেবেন না।
প্রসঙ্গত, লা পেন মুসলিম বিদ্বেষী হিসেবে পরিচিত। তিনি অভিবাসন বিরোধী হিসেবেও ব্যাপক পরিচিত। এজন্য তরুণ ভোটারদের একাংশের কাছে তার বেশ জনপ্রিয়তা রয়েছে।