ইন্টান্যাশনাল ডেস্ক: পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে ১৫২ জন ফিলিস্তিনি আহত হয়েছে। খবর আল-জাজিরার।
কাতারভিত্তিক সংবাদ আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (১৫ এপ্রিল) ভোরে ফজরের নামাজের জন্য যখন ফিলিস্তিনিরা মসজিদটিতে জড়ো হচ্ছিল তখন এ অভিযান চালায় ইসরায়েল বাহিনী।
এ সময় ফিলিস্তিনিরা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়ে। অন্যদিকে ইসরায়েলি পুলিশ ফিলিস্তিনিদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ও গ্রেনেড নিক্ষেপ করে। এসময় প্রার্থনাকারীরা মসজিদের ভেতরে নিজেদের রক্ষায় ব্যারিকেড দিয়ে রাখে।
এদিকে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট আহতদের উদ্ধার করে হাসপাতলে নেওয়ার কথা জানিয়েছে।
রেড ক্রিসেন্ট আরও জানায়, ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও চিকিৎসকদের যেতেও বাধা দেয় ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের গণমাধ্যম জানিয়েছে, এখনো আহতদের মধ্যে অনেকে মসজিদ প্রাঙ্গনে আটকে রয়েছে।