ইন্টারন্যাশনাল ডেস্ক: রুশ বাহিনী ইউক্রেনের চারটি শহরে জ্বালানি সংরক্ষণাগার ধ্বংস করে দিয়েছে বলে দাবি করছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে আলজাজিরার জানায়, ইউক্রেনের সেই চারটি শহর হলো মাইকোলাইভ, খারকিভ, জাপোরিঝিয়া এবং চুহুইভ।
মন্ত্রণালয় জানিয়েছে, এই সংরক্ষণাগারগুলো ইউক্রেন তার সৈন্যদের মাইকোলাইভ এবং খারকিভ শহরগুলির পাশাপাশি পূর্ব ডনবাস অঞ্চলে জ্বালানি সরবরাহের কাজে ব্যবহার করতো।
তবে মস্কোর এই দাবির বিষয়ে কিয়েভ তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।