ইন্টারন্যাশনাল ডেস্ক: জাপানের উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ওই ভূমিকম্প এতটাই তীব্র ছিল যে, এর প্রভাবে বিদ্যুৎহীন হয়ে পড়েছে ২০ লাখ ঘরবাড়ি। খবর বিবিসির।
ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৩ মাত্রার। কিছু কিছু এলাকায় ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৬-র বেশি ছিল। খবরে বলা হয়েছে, ভূমিকম্পের কম্পনের কারণে মানুষজন দাঁড়িয়ে থাকতে পারছিলেন না।
এদিকে ফুকুশিমা, মিয়াগি ও ইয়ামাগাতা প্রিফেকচারে আফটার শেকের বিষয়ে মানুষজনকে সতর্ক করে দেয়া হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, স্থানীয় সময় রাত ১১টা ৩৬ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে।
১১ বছর আগে জাপানের উত্তরের ওই অঞ্চলেই ৯ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছিল।
জাপানের এনএইচকে ন্যাশনাল টেলিভিশন জানিয়েছে, এরই মধ্যে দেশটির কিছু এলাকায় সুনামি শুরু হয়েছে।
অন্যদিকে ভূমিকম্পের পর সুনামি সুনামি সতর্কতা জারি করা হয়েছে। দেশটির উত্তর-পূর্ব উপকূলের কিছু এলাকায় এক মিটার বা ৩ দশমিক ৩ ফুট পর্যন্ত সুনামির ঢেউ আছড়ে পড়তে পারে।