স্পোর্টস ডেস্ক: লা লিগার ম্যাচে এলচেকে ২-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। এলচের মাঠে ফিদেল চাভেসের গোলে স্বাগতিকরা এগিয়ে গেলে ফেরান তরেস সমতা টানেন। শেষ দিকে বদলি নামার ১০ মিনিটের মধ্যে জয়সূচক গোলটি করেন মেমফিস ডিপাই। চারটির কম গোল করতে যেনো ভুলেই গিয়েছিল বার্সেলোনা। তিন ম্যাচে টানা চারটি গোল করার পর চতুর্থ ম্যাচে এসে বার্সাকে ফিনিশিংয়ে ভুগতে দেখা গেছে। শেষ পর্যন্ত কোন প্রকার ঝামেলা ছাড়াই দুই বদলি খেলোয়াড়ের গোলে প্রত্যাশিত জয় নিয়ে মাঠ ছাড়ে জাভির দল।
লা লিগায় এই নিয়ে টানা তৃতীয় ও সব প্রতিযোগিতা মিলিয়ে টানা চতুর্থ জয় পেয়েছে কাতালান ক্লাবটি। জমজমাট লড়াইয়ে জিতে লিগ টেবিলে তৃতীয় স্থানে উঠেছে তারা।
২৬ ম্যাচে ১৩ জয় ও ৯ ড্রয়ে ৪৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে বার্সেলোনা। ২ পয়েন্ট কম নিয়ে চার নম্বরে নেমে গেছে রিয়াল বেতিস।
২৭ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে দুইয়ে সেভিয়া।