বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: অনলাইনে আইফোন ১৩ ম্যাক্স প্রো অর্ডার করেছিলেন এক নারী। কাঙ্ক্ষিত মোবাইল ফোনের জন্য অপেক্ষার প্রহর গুণছিলেন তিনি। নির্ধারিত সময়ের একদিন পর আসে ডেলিভারি। আর প্যাকেট খুলেই অবাক হয়ে যান ৩২ বছর বয়সী ওই নারী। কেননা মোবাইল ফোনের পরিবর্তে তার কাছে এসেছে ১১৬ টাকা দামের এক বোতল হ্যান্ড সোপ।
দ্য মিরর জানিয়েছে, স্কাই মোবাইল থেকে আইফোন ১৩ ম্যাক্স প্রো’র অর্ডার করেছিলেন খাওলা লাফহেইলি নামের ওই নারী। কোম্পানিটির দাবি, তারা ঠিকমতো অর্ডার পাঠিয়েছে। পরদিনই অর্ডার হাতে পাওয়ার কথা ছিল খাওলার। কিন্তু ড্রাইভার জানান, তিনি ট্রাফিক জ্যামে আটকা পড়েছেন।
দুই দিন পর এক ব্যক্তি এসে ওই প্যাকেজ দিয়ে যায়। কিন্তু খাওলা যখন প্যাকেট খোলেন তখন সেটির ভেতর এক বোতল হ্যান্ড সোপ দেখতে পান তিনি। পছন্দের আইফোনের জন্য এক দফায় ১৫০ পাউন্ড বা ১৭ হাজার ৪৪২ টাকা পরিশোধ করেন খাওলা। বাকি টাকা ৩৬ মাসের কিস্তিতে দেয়ার কথা ছিল। সেক্ষেত্রে আইফোনটি কিনতে তার খরচ হতো ১ হাজার ৫২১ পাউন্ড বা প্রায় ১ লাখ ৭৬ হাজার ৮৬২ টাকা।
যুক্তরাজ্যের উত্তর লন্ডনের বাসিন্দা খাওলা পরে স্কাই মোবাইলকে ফোন করে এ ঘটনা জানান। তারা জানায়, তদন্ত শুরু করা হযেছে। কিন্তু এক সপ্তাহ পেরিয়ে গেলেও তাদের কাছ থেকে ফোন পাননি খাওলা বা তার সঙ্গে যোগাযোগ করা হয়নি। গত ২৪ জানুয়ারি মোবাইল ফোনটি কিনেছিলেন খাওলা। পরদিন ডেলিভারি দেয়া হবে এমন শর্তে টাকাও পরিশোধ করেছিলেন। কিন্তু আইফোনের পরিবর্তে হাতে পেলেন হ্যান্ড সোপ।