হেল্থ ডেস্ক: ডেল্টার পর আতঙ্কের নতুন নাম করোনার ওমিক্রন ধরন। এই ধরনে দেশে বেড়েছে সংক্রমণ। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট বলছে, আক্রান্তের ৮৫ শতাংশই ওমিক্রন ধরনে।
শুরুটা চীনের উহান থেকে। এরপর চীনের সীমানা ছাড়িয়ে পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। বারবার রূপ পাল্টে ডেল্টা থেকে এখন ওমিক্রণ ধরনে।
করোনার সর্বশেষ ধরন ওমিক্রণে আক্রান্ত হয়েছেন ইউরোপ আমেরিকার মানুষ। এই ধরনের কারণে বাংলাদেশেও বেড়েছে সংক্রমণ। একই সঙ্গে বাড়ছে মৃত্যু। সরকারের রোগতত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট বলছে, দেশে করোনা সংক্রমণের ৮৫ শতাংশই ওমিক্রণের কারণে। বাকিটা ডেল্টা ধরন।
প্রতিষ্ঠানটি বলছে, দেশে সংক্রমণের ঊর্ধ্বগতি থাকবে আরও ৭-১০দিন। তাই জ্বর, কাশি থাকলেই অবহেলা না করে নমুনা পরীক্ষার আহ্বান জানিয়েছে সরকারের এই প্রতিষ্ঠান।
আইইডিসিআর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এ এস এম আলমগীর জানান, দুই ডোজ টিকা দেয়া থাকলে বেশিরভাগ রোগীর হাসপাতালে ভর্তি হওয়া লাগছে না। প্রতি পাঁচ জনের একজন ডেলটা রোগী হাসপাতালে ভর্তি হলেও ওমিক্রনের ক্ষেত্রে পঁচিশ জনে এক জন হাসপাতালে ভর্তি হচ্ছে। ওমিক্রনের সংক্রমণ আগামী ৭-১০ আরও বাড়তে পারে। তারপর তুলনামূলকভাবে কমতে শুরু করবে।
তবে টিকা নেয়া এবং সচেতনার পাশাপাশি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ আইইডিসিআর এর।
এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় ৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ৩৯৪ জনে। একই সময়ে নতুন শনাক্ত হয়েছেন ১৩ হাজার ৫০১ জন। এ পর্যন্ত দেশে করোনায় মোট শনাক্ত ১৭ লাখ ৯৮ হাজার ৮৩৩ জন।
এর আগে রোববার (৩০ জানুয়ারি) করোনয় ৩৪ জনের মৃত্যু হয়েছিল এবং শনাক্ত হয়েছিল ১২ হাজার ১৮৩ জন।