ইন্টারন্যাশনাল ডেস্ক: কোভিড-১৯ করোনাভাইরাস পরিস্থিতি ফের ভয়াবহ আকার ধারণ করেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ১১ লাখ ৩০ হাজার জন করোনায় আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।
একদিনে এত বেশি সংক্রমণ আর কখনও দেখেনি বিশ্বের কোনো দেশ। রয়টার্স জানিয়েছে, সব রাজ্যের হিসাব এখনও আসেনি। সেক্ষেত্রে এই সংখ্যাটা আরও বাড়তে পারে বলে জানিয়েছে তারা।
এর আগে গত বছরের জানুয়ারি মাসেই একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড গড়েছিল দেশটি। তখন ২৪ ঘণ্টায় ১০ লাখ ৩ হাজার জন আক্রান্ত হয়েছিল।
এদিকে যুক্তরাষ্ট্রে বাড়ছে করোনার নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ। এমতাবস্থায় গত মাসের মাঝামাঝি থেকেই দেশটির হাসপাতালে বাড়ছে করোনা রোগীর সংখ্যা।
আরও পড়ুন: কয়েক দিনের ব্যবধানে আবারও মিসাইল ছুড়েছে উত্তর কোরিয়া
গত তিন সপ্তাহ ধরে দেশটিতে ধারাবাহিকভাবে বাড়ছে করোনা সংক্রমণ। দেশটিতে ওমিক্রন ধরন এখন ডেল্টার চেয়ে প্রাধান্যশীল হয়ে উঠেছে।
রয়টার্সের এক বিশ্লেষণে বলা হয়েছে, ডেলাওয়ার, ইলিনয়স, মেইন, মেরিল্যান্ড, মিসৌরি, ওহাই, পেনসিলভানিয়া, পুয়ের্তো রিকো, দ্য ইউএস ভার্জিন আইল্যান্ডস, ভারমন্ট, ভার্জিনিয়া, ওয়াশিংটন ডিসি এবং উইসকনসিনে রেকর্ড পরিমাণ মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন।
এমতাবস্থায় মার্কিন স্বাস্থ্য কর্মকর্তারা সতর্ক করে দিয়ে বলেছেন, ওমিক্রন ধরনের কারণে আক্রান্তের এই বাড়বাড়ন্তে আরও ভেঙে পড়তে পারে হাসপাতাল ব্যবস্থা। এর ফলে তৈরি হতে পারে ভয়াবহ অবস্থা। কারণ ইতোমধ্যেই কর্মী সংকটে হিমশিম খাচ্ছে স্বাস্থ্য খাত।েকোভিকরোনাভাইরাস পরিস্থিতি ফের ভয়াবহ আকার ধারণ করেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ১১ লাখ ৩০ হাজার জন করোনায় আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।
একদিনে এত বেশি সংক্রমণ আর কখনও দেখেনি বিশ্বের কোনো দেশ। রয়টার্স জানিয়েছে, সব রাজ্যের হিসাব এখনও আসেনি। সেক্ষেত্রে এই সংখ্যাটা আরও বাড়তে পারে বলে জানিয়েছে তারা।
এর আগে গত বছরের জানুয়ারি মাসেই একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড গড়েছিল দেশটি। তখন ২৪ ঘণ্টায় ১০ লাখ ৩ হাজার জন আক্রান্ত হয়েছিল।
এদিকে যুক্তরাষ্ট্রে বাড়ছে করোনার নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ। এমতাবস্থায় গত মাসের মাঝামাঝি থেকেই দেশটির হাসপাতালে বাড়ছে করোনা রোগীর সংখ্যা।
গত তিন সপ্তাহ ধরে দেশটিতে ধারাবাহিকভাবে বাড়ছে করোনা সংক্রমণ। দেশটিতে ওমিক্রন ধরন এখন ডেল্টার চেয়ে প্রাধান্যশীল হয়ে উঠেছে।
রয়টার্সের এক বিশ্লেষণে বলা হয়েছে, ডেলাওয়ার, ইলিনয়স, মেইন, মেরিল্যান্ড, মিসৌরি, ওহাই, পেনসিলভানিয়া, পুয়ের্তো রিকো, দ্য ইউএস ভার্জিন আইল্যান্ডস, ভারমন্ট, ভার্জিনিয়া, ওয়াশিংটন ডিসি এবং উইসকনসিনে রেকর্ড পরিমাণ মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন।
এমতাবস্থায় মার্কিন স্বাস্থ্য কর্মকর্তারা সতর্ক করে দিয়ে বলেছেন, ওমিক্রন ধরনের কারণে আক্রান্তের এই বাড়বাড়ন্তে আরও ভেঙে পড়তে পারে হাসপাতাল ব্যবস্থা। এর ফলে তৈরি হতে পারে ভয়াবহ অবস্থা। কারণ ইতোমধ্যেই কর্মী সংকটে হিমশিম খাচ্ছে স্বাস্থ্য খাত।