ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪:ভারতে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে পশ্চিমবঙ্গসহ কয়েকটি রাজ্যে বিক্ষোভ অব্যাহত রয়েছে। বিভিন্ন স্থানে অবরোধ করে রাখা হয়েছে সড়ক ও রেলপথ।
এনডিটিভি’র প্রতিবেদনে বলা হয়, শনিবারও পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ করার ফলে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। পুলিশ জানিয়েছে, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা এবং হাওড়া জেলার বিভিন্ন স্থানে অবরোধ হয়। সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে মুর্শিদাবাদেও সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন আন্দোলনকারীরা।
নাগরিকত্ব বিল নিয়ে বিক্ষোভ চলাকালীন হাওড়ায় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয় এবং অবরোধ করা হয় জাতীয় সড়ক। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
শুধু সড়ক পথই নয়, নাগরিকত্ব আইন বাংলায় প্রয়োগ করতে দেয়া হবে না এই দাবি করে পূর্ব রেলওয়ের শিয়ালদহ-হাসনাবাদ শাখার বেশ কয়েকটি রেল স্টেশনেও দফায় দফায় ট্রেন অবরোধ করা হয়।
এদিকে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুরসহ বিভিন্ন জায়গাতেও বিক্ষোভ হয়েছে। সূত্র : ইউএনবি