ইন্টারন্যাশনাল ডেস্ক: যুক্তরাজ্যে দৈনিক নিশ্চিত করোনা সংক্রমণ দুই বছর আগে মহামারি শুরু হওয়ার পর থেকে সরোচ্চ পর্যায়ে উঠেছে। দেশটিতে আগের ডেল্টা এবং নতুন ওমিক্রন ধরন একই সময়ে মানুষকে আক্রান্ত করে চলেছে বলে শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন।
যুক্তরাজ্যে দৈনিক নিশ্চিত করোনা সংক্রমণ গতকাল বুধবার ৭৮৬১০-এ পৌঁছায়। আগের রেকর্ডটি ছিল ৮ জানুয়ারির ৬৮ ০৫৩ জন। প্রধানমন্ত্রী বরিস জনসন নাগরিদের বুস্টার ডোজ নেওয়ার জন্য নতুন করে আবেদন জানিয়েছেন। কারণ ওমিক্রন ধরন সংক্রমণের সংখ্যা দ্রুত বাড়াচ্ছে।
নতুন কোনো বিধিনিষেধ আরোপ করা হচ্ছে কিনা জানতে চাইলে জনসন বলেন, সরকার বর্তমানে সঠিক পন্থা নিচ্ছে।
ইংল্যান্ডের চিফ মেডিকেল অফিসার ক্রিস হুইটি সতর্ক করে বলেছেন, আগামী সপ্তাহগুলোতে আরো রেকর্ড ভাঙার ঘটনা ঘটতে চলেছে। তিনি মানুষকে সামাজিক মেলামেশা কমানোর আহ্বান জানিয়েছেন।
যুক্তরাজ্যে ইংল্যান্ডে এখন ১৮ এর বেশি বয়সীরা তাদের দ্বিতীয় ডোজের দুই মাস পরে বুস্টার ডোজের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারে।