আবহাওয়ার পরিবর্তন ডেস্ক: সৃষ্ট ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ শক্তি হারিয়ে এখন গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। রোববার (৫ ডিসেম্বর) দুপুরে আবহাওয়া অফিস জানিয়েছে, এর প্রভাবে আগামীকালও (সোমবার) দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে।
তবে বড় কোনো ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই বলেও জানিয়েছেন আবহাওয়াবিদ আব্দুল মান্নান।
বাংলাদেশ উপকূল থেকে প্রায় ৬শ’ কিলোমিটার উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় অবস্থান করছে ‘জাওয়াদ’। ইতোমধ্যে সব সমুদ্রবন্দরকে স্থানীয় ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এর মধ্যে রয়েছে চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরও।
গভীর নিম্নচাপটির কেন্দ্রের কাছে সাগর উত্তাল রয়েছে। এর অগ্রবর্তী অংশের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে।পাশাপাশি বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে।
উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এজন্য উত্তর বঙ্গোপসাগর এবং গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
এরই মধ্যে ‘জাওয়াদের’ প্রভাবে সকাল থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় গুঁড়ি-গুঁড়ি বৃষ্টি হচ্ছে। বৈরি আবহাওয়ায় সেন্টমার্টিনে আটকা পড়েছেন হাজারো পর্যটক।