স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্টে তৃতীয় দিনের খেলা বৃষ্টির কারণে আজও বাধাগ্রস্ত হচ্ছে। ঢাকা মিরপুরে শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামেবৃষ্টির কারণে এখনো আজকের দিনের খেলা শুরু করা যায়নি।
ম্যাচ রেফারি দুই দলের খেলোয়াড়দের হোটেলে অবস্থানের পরমার্শ দিয়েছেন। খেলা কখন শুরু হবে, সে বিষয়ে সকাল ১০টায় পরবর্তী আপডেট জানা যাবে।
এর আগে ঢাকা টেস্টের দ্বিতীয় দিনেও বাধা হয়ে দাঁড়িয়েছিল বৃষ্টি। এদিন খেলা হয় মাত্র ৩৮ বল। দ্বিতীয় দিনের খেলা শেষে সফরকারী পাকিস্তানের সংগ্রহ ২ উইকেটে ১৮৮ রান।
বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার আগে আজহার আলী ৫২ ও বাবর আজম ৭১ রানে অপরাজিত।
প্রথম দিনের বিকেলের মতোই, দ্বিতীয় দিন সকালেও কখনো বৃষ্টি, কখনো আলোক স্বল্পতার সমস্যা দেখা দেয়। দেখতে দেখতে কেটে যায় সাড়ে তিন ঘণ্টা। দুপুর ১টার দিকে ক্রিকেটাররা মাঠে নামেন।
প্রথম বলে বাউন্ডারি হাঁকিয়ে খালেদ আহমেদকে স্বাগত জানান বাবর আজম। কিন্তু লড়াইটা বেশিক্ষণ স্থায়ী হতে পারেনি। মাত্র ছয় ওভার দুই বল পর আবারও বন্ধ খেলা। এর মাঝেই ১০০ রান ছাড়ায় বাবর-আজহার জুটি। এবাদতের দুই বলে ব্যাক টু ব্যাক বাউন্ডারি হাঁকিয়ে, নিজের ফিফটিটাও পূর্ণ করে নিয়েছেন আজহার।
দু’দিন মিলে খেলা হয়েছে ৬৩ ওভার দুই বল। কোন পথে ঢাকা টেস্ট? প্রশ্নের উত্তরটায় ইতিহাস বাংলাদেশকে কিছুটা সাহস দিচ্ছে। এই মাঠের আগের ২১ টেস্টের মাত্র তিনটি ড্র হয়েছে। যার সবকটিতে অবদান বৃষ্টির।