বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: গুগলক্রম ব্যবহারকারীদের জন্য নতুন ক্যামেরা ফিচারের ঘোষণা দিয়েছে টেক জায়ান্ট গুগল। টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি প্রতিনিয়ত তাদের ব্যবহারকারীদের জন্য নতুন নতুন সুবিধা যুক্ত করছে। অতি শিগগির গুগল ব্যবহারকারীদের জন্য জিফ সুবিধা নিয়ে আসার কথা জানিয়েছে।
গুগল কী কী ফিচার গুগলক্রমে যুক্ত করেছে তা এখানে উল্লেখ করা হচ্ছে-
এখন থেকে গুগলক্রম ব্যবহারকারীরা ক্যামেরার মাধ্যমে যে কোনো পিডিএফ এবং জেপিইজি ফাইল থেকে লেখা কপি করতে পারবেন। সুবিধাটি শুধু মোবাইল ফোন ও ক্রমবুকের মাধ্যমে গ্রহণ করা যাবে। এজন্য গুগলক্রম ওপেন করলেই সার্চবারে একটি ক্যামেরা আইকন দেখা যাবে। এ ক্যামেরা ব্যবহার করে যে কোনো পিডিএফ এবং জেপিইজি ফরম্যাটের লেখা কপি করা যাবে।
এছাড়া স্ক্যান করার সুবিধাও রয়েছে। এজন্য গুগলক্রমে প্রবেশ করে ক্যামেরাতে ক্লিক করে স্ক্যান সিলেক্ট করলেই যা স্ক্যান করতে চান তা করে নিন। আপনি চাইলে এগুলো কারো কাছে শেয়ার করতে পারবেন, আবার মেইলও করতে পারবেন।
এছাড়াও গুগলক্রমের মাধ্যমে ক্যামেরা অ্যাঙ্গেল ঠিক করার সুবিধা রয়েছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া