বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: ২০২২ সালের মধ্যে জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ ম্যাসেঞ্জার ও ইনস্টাগ্রামে এন্ড-টু-এন্ড এনস্ক্রিপশন সুবিধা চালু হওয়ার কথা রয়েছে। তবে ২০২৩ সালের আগে চালু হচ্ছে না। কোম্পানিটির পক্ষ থেকে বলা হয়েছে, ২০২৩ সালের আগে হয়ত এ সুবিধা পাওয়া যেতে পারে। তবে এ সুবিধা খুবই ক্ষীণ।
ফেসবুকের মালিকানাধীন হোয়াটসঅ্যাপে যদিও এ সুবিধা চালু করা হয়েছে।
ফেসবুক তার নাম পরিবর্তনের ঘোষণা দেওয়ার কারণে এমন দেরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
অনলাইনে যোগাযোগ করার ক্ষেত্রে মানুষের তথ্যকে নিরাপদে রাখতে এন্ড-টু-এন্ড এনস্ক্রিপশন খুবই গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে মেটার (ফেসবুক) একজন কর্মকর্তা। এ বিষয়ে গতকাল সোমবার টেলিগ্রামে এক প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, ফেসবুক ভয়েজ এবং ভিডিও কলে এন্ড-টু-এন্ড সুবিধা যুক্ত করবে। এছাড়া ফেসবুক ম্যাসেঞ্জারেও যুক্ত করা হবে।
ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ, ২০১৯ সালে এই এন্ড-টু-এন্ড এনস্ক্রিপশনের ঘোষণা দেন। তখন তিনি বলেন, গ্রাহকদের তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।
এন্ড-টু-এন্ড এনস্ক্রিপশন কী?
এন্ড-টু-এন্ড এনস্ক্রিপশন সুবিধা হলো তৃতীয় কোনো ব্যক্তি যদি কোনো কারণে দুজন ব্যক্তির মধ্যে যে কথোপকথন হয়ে তা যদি পেয়ে যান তাহলে তা বুঝতে কিংবা পড়তে পারবেন না। বর্তমান সময়ে অনেকের ম্যাসেঞ্জারে কথপোকথন প্রকাশিত হয়ে যায়। যদি এন্ড-টু-এন্ড সুবিধা চালু হয় তাহলে হ্যাকাররা কারো কথোপকথন ফাঁস করতে পারবে না।
সূত্র: ইন্ডিয়ান এক্সপেস।