আমিনুর রহমান গাইবান্ধাঃ গাইবান্ধায় আদম ব্যবসায়ী সাজাপ্রাপ্ত আসামী যাদু মিয়া ও তার স্ত্রী রেখা বেগম গ্রেফতার নাহওয়ায় ভুক্তভোগীরা সংবাদ সন্মেলন করেন। শনিবার সন্ধ্যায় শহরের সমবায় মার্কেটের দ্বিতীয় তলায় লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগীর সন্তান মোঃ রোকনুজ্জামান (রোকন)।
সংবাদ সন্মেলন হতে জানা যায়- রংপুর জেলার মিঠাপুকুর থানার খামার হরিপুর গ্রামের দুলাল মিয়ার কাছ থেকে গাইবান্ধার পলাশবাড়ী থানার বেতকাপা ইউনিয়নের নান্দিশহর গ্রামের মৃত আলিম উদ্দিনের ছেলে যাদু মিয়া বিদেশে লোক পাঠানোর কথা বলে দুই ধাপে সাত লক্ষ টাকা গ্রহণ করে।বিদেশে লোক পাঠাতে ব্যর্থ হলে বিভিন্ন সময়ে টাকা ফেরত চাহিলে যাদু মিয়া তার স্ত্রী রেখা বেগমকে দিয়ে একটি পিটিশন মামলা দায়ের করে দুলাল ও তার স্ত্রীর নামে। পিটিশন মামলা তদন্ত সাপেক্ষে মিথ্যা প্রমাণিত হওয়ায় যাদুকে আসামী করিয়া একটি মিস কেস দায়ের করা হয় যাদু মিয়া ও তার স্ত্রী রেখা বেগমের নামে। উক্ত মিস কেসে গত ২৪ এপ্রিল ২০১১ তারিখে যাদু মিয়ার পাঁচ বছর ও রেখা বেগমের দু বছর সশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা হারে জরিমানা করা হয়। উক্ত রায়ে অনাদায়ে আরো ছয় মাস করে কারাদণ্ড প্রদান করেন বিজ্ঞ আদালত। সাজা রেজিস্ট্রারের ক্রমিক নং ৯৪/এ সাজা প্রাপ্ত দের নাম ও সাজার মেয়াদ উল্লেখ থাকলেও সাজা ভোগ নাকরে কিংবা জামিন নানিয়ে আসামীরা বাড়িতে অবস্থান করছেন। পুলিশ সুপারের কার্যালয়ের অপরাধ শাখায় আসামীদের নাম ও মামলা নম্বর পাওয়া যায়। মামলা নম্বর ৯/১০ (মিস কেস)। ন্যায় বিচার প্রতিষ্ঠায় উক্ত আসামী গ্রেফতার ও উক্ত টাকা ফেরত চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন সংবাদ সন্মেলনের মাধ্যমে।
আমিনুর রহমান
গাইবান্ধা।
তাং ২১-১১-২০২১
সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার নাহওয়ায় ভুক্তভোগীর সংবাদ সন্মেলন
আইন ও আদালত
0 Views