ইন্টারন্যাশনাল ডেস্ক: সারাবিশ্বে কোভিড-১৯ করোনাভাইরাসে প্রতিদিনই আক্রান্ত ও শনাক্ত হচ্ছে। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৫১ লাখ ২১ হাজার ৪৬৮ জনের। আর শনাক্ত হয়েছেন ২৫ কোটি ৪৫ লাখ ৩৬ হাজার ৪৯৩ জন। এছাড়া সুস্থ হয়েছেন ২৩ কোটি ১২ লাখ ৮০ হাজার ৪৯১ জন।
মঙ্গলবার (১৬ নভেম্বর) সকাল সোয়া ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য পাওয়া গেছে।
বিশ্বে করোনা সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ৪ কোটি ৮০ লাখ ৭২ হাজার ৮২৭ জন। আর মৃত্যু হয়েছে ৭ লাখ ৮৪ হাজার ৭৭৯ জনের।
আক্রান্তের দিক থেকে বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে শনাক্ত হয়েছেন ৩ কোটি ৪৪ লাখ ৪৭ হাজার ৫৩৬ জন। এছাড়া মারা গেছেন ৪ লাখ ৬৩ হাজার ৬৫৫ জন।
মৃত্যুতে দ্বিতীয় ও সংক্রমণের দিক থেকে তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে শনাক্ত হয়েছেন ২ কোটি ১৯ লাখ ৬০ হাজার ৭৬৬ জন। আর মারা গেছেন ৬ লাখ ১১ হাজার ৩৮৪ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা শনাক্ত হয়। দেশটিতে প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। এরই মাঝে অব্যাহতভাবে টিকাদান চালিয়ে যাচ্ছে বিশ্বের প্রায় সব দেশ। কোনো কোনো দেশ টিকার বুস্টার ডোজ দেয়াও শুরু করেছে।