স্পোর্টস ডেস্ক: মঙ্গলবার (১৬ নভেম্বর) ভোররাতে আর্জেন্টিনা বিপক্ষে লড়বে ব্রাজিল। গ্রুপপর্বের পরের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার মুখোমুখি হবে সেলেকাওরা। তবে বিশ্বকাপে চোখ রেখে নেইমারদের পরীক্ষা-নিরীক্ষা করতে পারেন তিনি। প্রথম লাতিন আমেরিকান দল হিসেবে ইতোমধ্যে কাতার বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ব্রাজিল।
এখন লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে আলবিসেলেস্তেরা। ওই ম্যাচে ২০২২ বিশ্বকাপের ছাড়পত্র পাওয়ার সুযোগ তাদের।
চলতি বছর ব্রাজিলকেই হারিয়ে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। এবার বিশ্বকাপের টিকিট পেতে জয়েই চোখ আকাশি-সাদা জার্সিধারীদের।
১২ ম্যাচে ১১ জয় এবং ১ ড্র নিয়ে ৩৪ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ বাছাইয়ে ওই অঞ্চলের টেবিল টপার ব্রাজিল। আর ১২ ম্যাচে ৮ জয় ও ৪ ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে আর্জেন্টিনা।
মূলত, যোগ্যতা অর্জন পর্বের শেষে লাতিন আমেরিকা থেকে লিগ টেবিলের শীর্ষে থাকা চার দল বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। আর পঞ্চম স্থানে থাকা দলটিকে কোয়ালিফায়ারে খেলতে হবে।
এ অঞ্চলের গ্রুপপর্বের খেলায় সেরা পারফর্ম করে কাতারে যেতে চান তিতে। এ মহারণেও চোটাক্রান্ত লিওনেল মেসিকে পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে আর্জেন্টিনা। তবে ছোট ম্যাজিসিয়ানকে পেতেও পারে দলটি। গত ম্যাচে উরুগুয়ের বিপক্ষে শেষদিকে মাঠে নামেন তিনি। এতে ১-০ গোলে জেতে তারা। সর্বোপরি, কোপা জয় সাহস জোগাচ্ছে লিওনেল স্কালোনির শিষ্যদের।
এর আগে বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী ম্যাচে সেপ্টেম্বরে মুখোমুখি হয় ব্রাজিল-আর্জেন্টিনা। তবে সেই ম্যাচ মাত্র ৭ মিনিট স্থায়ী ছিল। করোনা প্রটোকল না মানায় কয়েকজন আর্জেন্টাইন ফুটবলার মাঠে নামেন। ফলে সেই ম্যাচ স্থগিত হয়ে যায়।