ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুরের ইন্দুরকানীতে বরিশাল শিক্ষা বোর্ডে, মাদরাসা শিক্ষা বোর্ড-ঢাকা ও কারিগারি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমানের ১৩০৬ শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করেছে। এদের মধ্যে এসএসসি ৭৪৯ জন, দাখিল-৪৮৭ এবং কাগিগারি (এসএসসি ভোকেশনাল)- ৭০জন শিক্ষার্থী রয়েছে। উপজেলার ৩টি কেন্দ্র ইন্দুরকানী মেহেউদ্দিন পাইলট মাধ্যমিক বিদ্যালয়, সেতারা স্মৃতি ম্যাধমিক বালিকা বিদ্যালয় ও টগড়া দারুল ইসলাম কামিল মাদরাসায় এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
মাদরাসা পরীক্ষা কেন্দ্র ইন্দুরকানী কেন্দ্র সচিব মোঃ শাহ্আলম হাওলাদার জানান, ‘বোর্ডের নির্দেশনা অনুযায়ী পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর ৩০মিনিট পূর্বে তাপমাত্রা পরীক্ষা করে স্বাস্থ্য বিধি মেনেমাস্ক পরিধান দরে কক্ষে প্রবেশ করানো হচ্ছে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে পরীক্ষায় অংশ গ্রহণ নিশ্চিত করা হচ্ছে।
ইন্দুরকানীতে এসএসসি ও সমমানের পরীক্ষায় বসছে ১ হাজার ৩০৬ শিক্ষার্থী
আজনিউজ২৪ :
0 Views