আইন ও আদালত ডেস্ক: ব্যাংকের নিয়োগ পরীক্ষায় ৬০ কোটি টাকায় হাতিয়ে নেয়ার ঘটনায় ৩ জনকে ২ দিনের রিমান্ডে নিয়েছে আদালত। ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস করে একটি চক্র দুই শতাধিক পরীক্ষার্থীর কাছ এতোগুলো টাকা হাতিয়ে নিয়েছে। চক্রটি এর আগেও অনুষ্ঠিত হওয়া চারটি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করেছে বলেও তথ্য-প্রমাণ পাওয়া গেছে।
এই চক্রে তিনটি সরকারি ব্যাংকের তিন কর্মকর্তা প্রত্যক্ষভাবে জড়িত রয়েছেন।
অভিযান চালিয়ে ব্যাংকে নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসকারী চক্রের সরকারি ব্যাংকের তিন কর্মকর্তাসহ ৫ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ।
এদের মধ্যে ৩ জনকে ২ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।