স্পোর্টস ডেস্ক: আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শের ব্যাটে এ জয়ে সেমিফাইনালের দৌড়ে টিকে থাকল তারা।
গ্রুপ-১ এ আগেই সেমি নিশ্চিত করেছে ইংল্যান্ড। ৪ ম্যাচের সবকটিতে দুর্দান্তভাবে জিতে ৮ পয়েন্ট টেবিল টপার তারা। তাদের নেট রান রেট আকাশছোঁয়া।
ইংলিশদের সঙ্গী হওয়ার দৌড়ে রয়েছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। এখন পর্যন্ত ৫ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে অজিরা। এ ম্যাচে নেট রান রেটও বাড়িয়ে নিয়েছে তারা। ফলে সেকেন্ড ফাইনালে তাদের খেলার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে।
অন্যদিকে ৪ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। শনিবার (৬ নভেম্বর) ইংল্যান্ডের মুখোমুখি হবে তারা। এ ম্যাচে দুরন্তভাবে জিতলে সেমিতে খেলার সুযোগ থাকবে প্রোটিয়াদের। তখন অস্ট্রেলিয়ার সঙ্গে তাদের নেট রান রেট দেখা হবে। যারা এগিয়ে থাকবে তারাই উঠবে পরের পর্বে।
আর দক্ষিণ আফ্রিকা হারলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে যাবে ইংল্যান্ড। সেক্ষেত্রে কোনো হিসাব বা সমীকরণ ছাড়াই তাদের সঙ্গী হবে অস্ট্রেলিয়া।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভালো শুরু করতে পারেননি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ৯ রান করে আকিল হোসেনের বলে বোল্ড হন তিনি। তবে পরে ৭৫ বলে ১২৪ রানের জুটি গড়ে ম্যাচ বের করে আনেন মার্শ ও ওয়ার্নার।
জয় থেকে মাত্র ১ রান দূরে থাকতে ক্রিস গেইলের শিকার হয়ে ফেরেন মার্শ। ৩২ বলে ৫ চার ও ২ ছক্কায় ৫৩ রান করেন তিনি। তবে ৫৬ বলে ৯ চার ও ৪ ছক্কায় ৮৯ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন ওয়ার্নার।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে নিয়িমিত বিরতিতে উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। এক পর্যায়ে ১৫ ওভার শেষে তাদের দলীয় রান দাঁড়ায় ৫ উইকেটে ৯৯। সেখান থেকে কাইরন পোলার্ড এবং আন্দ্রে রাসেল ঝড়ে ৭ উইকেটে ১৫৭ রানের লড়াকু সংগ্রহ করে ক্যারিবীয়রা।
৩১ বলে ৪ চার ও ১ ছক্কায় ৪৪ রান করেন ক্যারিবীয় অধিনায়ক। আর ৭ বলে ১ চার ও ২ ছক্কায় ১৮ রানে অপরাজিত থাকেন রাসেল। অস্ট্রেলিয়ার হয়ে জস হ্যাজলেউড ৩৯ রান খরচায় শিকার করেন ৪ উইকেট।