ইন্টারন্যাশনাল ডেস্ক: বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় প্রেস ক্লাব কলকাতায় ‘বঙ্গবন্ধু সংবাদ কেন্দ্র’ উদ্বোধন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ
বঙ্গবন্ধু সংবাদ কেন্দ্র উদ্বোধন শেষে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাসান মাহমুদ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক দীক্ষা শুরু হয়েছিল এই কলকাতা শহরে। তিনি তার জীবনের একটি বড় অংশ এই কলকাতায় কাটিয়েছেন।
মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে ভারত পাশে দাঁড়িয়েছিল। তাই আজ এই অনুষ্ঠানে সমস্ত ভারতবাসীর প্রতি কৃতজ্ঞা প্রকাশ করছি। কারণ সেই সময়ে ভারতের জনগণ, ভারতের তৎকালীন সরকার যদি আমাদের পাশে না দাঁড়াতেন তাহলে বাংলাদেশ নয় মাসে স্বাধীন হতো কিনা সেটি প্রশ্নের বিষয়।
এ সময় তিনি প্রেস ক্লাব কলকাতার সকল নেতৃবিন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ সরকারের সহায়তায় কেন্দ্রটি স্থাপিত হয়েছে।
আধুনিক ডিজিটাল সুবিধা-সমৃদ্ধ সংবাদ কেন্দ্রে কম্পিউটার, স্ক্যানার, প্রদর্শন হল, একটি লাইব্রেরি, একটি ওভারহেড প্রজেক্টর ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর বেশকিছু ডিজিটাল সম্ভার থাকবে।
এর আগে গত মাসে মন্ত্রী নয়াদিল্লিতে প্রেসক্লাব অব ইন্ডিয়াতে (পিসিআই) ‘বঙ্গবন্ধু মিডিয়া সেন্টার’ উদ্বোধন করেন- যা ছিল দেশটিতে এ ধরনের প্রথম কেন্দ্র।