বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: বিশ্বব্যাপী জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নাম এখন থেকে নতুন নাম ‘মেটা’ করা হয়েছে। । খবর দ্য সানের।
সানের প্রতিবেদনে বলা হয়েছে, ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ পরবর্তী প্রজন্মের জন্য তার যাবতীয় ব্যান্ডকে ‘মেটাভার্জ ইন্টারনেটের’ আওতায় নিয়ে আসার ঘোষণা দিয়েছেন।
ফেসবুকের নাম পরিবর্তন করা হলেও অ্যাপটি আপতত ফেসবুক নামেই থাকছে। অ্যাপের নাম পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে।
এখন থেকে মেটা অফিসিয়াল কোম্পানি ব্যান্ড। এর আততায় ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামসহ যাবতীয় সবকিছুকে একসঙ্গে করার ঘোষণা দিয়েছেন মার্ক জাকারবার্গ।
এই নাম নির্বাচনের ক্ষেত্রে মার্ক জাকারবার্গ বলেন, গ্রিক শব্দ বিয়ন্ড (Beyond) থেকে মেটা (Meta) শব্দ এসেছে। এই নাম কোম্পানিকে ভালো অবস্থানে নিয়ে যাবে।
জাকারবার্গ বলেন, বর্তমানে আমাদের নতুন ব্রান্ডটি শক্তভাবে অন্যান্য পোডাক্টের সঙ্গে যুক্ত করা হবে। তবে আজকের মধ্যেই সব কিছু সম্ভব নয়। এর জন্য অপেক্ষা করতে হবে।
মূলত মেটাভার্জ হলো একটি কল্পনার জগৎ। আর এই ফেসবুক এখন থেকে মেটাভার্জের অধীনেই পরিচালিত হবে।
সম্প্রতি ফেসবুক ১০ হাজার কর্মী নেওয়ার ঘোষণা দিয়েছে। মূলত কোম্পানির নাম পরিবর্তন করার কারণে এখন অনেক কাজ করতে হবে, যার জন্য কর্মী প্রয়োজন।
৩৭ বছর বয়সী মার্ক জাকারবার্গ বলেন, এখন থেকে আর স্ক্রিনে সময় ব্যয় করতে হবে না। এখন থেকে আমরা আরও ভালো সময় পার করব। এ সময় তিনি মেটাভার্জ নিয়ে পরিকল্পনার কথা তুলে ধরেন।