ইন্টারন্যানাল ডেস্ক: সুদানে সেনা অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে এ পর্যন্ত নিহত হয়েছে অন্তত ৭ জন। আহত ৮০ জন। সেইসাথে দেশটিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেছে দেশটির সেনাবাহিনী। অভ্যুত্থানের পর সারাদেশে জরুরি অবস্থা জারি করেছেন দেশটির সার্বভৌম পরিষদের প্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান।
তবে জরুরি অবস্থা ভেঙে রাজধানী খার্তুমসহ বিভিন্ন শহরে সামরিক অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ করেছেন দেশটির নাগরিকরা। এতে গুলি চালিয়েছে সেনাবাহিনী।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, সোমবার (২৫ অক্টোবর) সকালে সুদানের সেনাবাহিনী প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদক ও সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের গ্রেপ্তার করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এরপর জরুরি অবস্থার ঘোষণা দেন জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান। এসময় ২০২৩ সালের জুলাইয়ের মধ্যে নির্বাচন আয়োজনের পরিকল্পনার কথা জানান তিনি।
এমন অবস্থায় প্রধানমন্ত্রী আবদাল্লাসহ বাকি নেতাদের অবিলম্বে মুক্তির আহ্বান জানিয়েছে জাতিসংঘ।