 রাজধানী ডেস্ক: রাজধানীর হাতিরঝিল বেগুনবাড়ি মোড়ে এক দম্পতিকেশারিরীক নির্যাতন করেছে একদল হিজড়া। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৫টায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী যুবক আজনিউজকে বলেন, হিজড়া টাকা চাইলে প্রথমে ১০০ টাকা দিয়েছি। একটু পরে ঘুরে এসে আবার টাকা চায় তারা। টাকা দিতে না চাইলে তারা উত্তেজিত হয়ে যায়। পরে পাশের লোকজন এসে ঠেকিয়ে দেয়। এরপরে আমরা চলে আসি বেগুনবাড়ি মোড়ে। নিজেদের মধ্যে কথা বলছিলাম। তারা (হিজড়ারা) এসে হঠাৎ করে আমার স্ত্রীসহ আমাকে মারধর করে।
রাজধানী ডেস্ক: রাজধানীর হাতিরঝিল বেগুনবাড়ি মোড়ে এক দম্পতিকেশারিরীক নির্যাতন করেছে একদল হিজড়া। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৫টায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী যুবক আজনিউজকে বলেন, হিজড়া টাকা চাইলে প্রথমে ১০০ টাকা দিয়েছি। একটু পরে ঘুরে এসে আবার টাকা চায় তারা। টাকা দিতে না চাইলে তারা উত্তেজিত হয়ে যায়। পরে পাশের লোকজন এসে ঠেকিয়ে দেয়। এরপরে আমরা চলে আসি বেগুনবাড়ি মোড়ে। নিজেদের মধ্যে কথা বলছিলাম। তারা (হিজড়ারা) এসে হঠাৎ করে আমার স্ত্রীসহ আমাকে মারধর করে।
যুবকের স্ত্রী বলেন, আমার স্বামীকে মারধর করার সময় আমি ঠেকাতে গেলে আমাকেও হিজড়ারা মারপিট করে।
হিজলাদের আঁচড়ে যুবকের কান মাথাসহ বাম পাশ রক্তাক্ত হয়ে গেছে। শার্ট ছিঁড়ে গেছে। হাতিরঝিল থানার ডিইউটি অফিসার এসআই শরিফুল ইসলাম আজনিউজকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শারীরিকভাবে হেনস্তার শিকার যুবক থানায় এসে অভিযোগ করেছেন। তাঁকে সঙ্গে নিয়ে আমরা থানা থেকে টিম পাঠিয়েছি। হিজড়াদের খোঁজা হচ্ছে।
 
		
 
