স্পোর্টস ডেস্ক: আগামী শনিবার থেকে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্ব। তবে গ্রুপ পর্বের মূল আকর্ষণ থাকছে এর পরের দিন। যেদিন ক্রিকেটের সবথেকে উত্তেজনাকর ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান।
এই ম্যাচকে ঘিরে আগ্রহের কমতি নেই। ক্রিকেটার থেকে শুরু করে ক্রিকেট সংশ্লিষ্টরা- সবাই নিজেদের মতামত, ভবিষ্যদ্বাণী জানাচ্ছেন। পিছিয়ে নেই ব্রাড হগ-ও। সাবেক এই অস্ট্রেলিয়ান স্পিনারের মতে, ভারতের কাছে হারলে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা হবে না পাকিস্তানের।
হগ এমন মন্তব্যের পেছনে অবশ্য যুক্তিও দিয়েছেন। দুবাইতে ভারতের মুখোমুখি হবার একদিন পরেই শারজাহতে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে হবে পাকিস্তানকে। তাই শুরুতে পা ফসকালে ঘুরে দাঁড়ানো কঠিন হবে বাবর আজমদের জন্য। আর ভারত-নিউজিল্যান্ডের বিপক্ষে হারলে গ্রুপ পর্বের শেষ হয়ে যাবে পাকিস্তানের বিশ্বকাপ মিশন।
এই সাবেক অজি ক্রিকেটার বলেন, ‘যদি পাকিস্তান প্রথম ম্যাচেই ভারতের কাছে হেরে যায়, তাহলে খুব অল্প সময়ের মধ্যেই আবার তাদের খেলতে হবে নিউজিল্যান্ডের বিপক্ষে। আমার মনে হয়, এরপর পাকিস্তান পরের পর্বে যেতে পারবে কি না, সেটাই তখন বড় প্রশ্ন হয়ে উঠবে। যদি ভারতের কাছে পাকিস্তান হারে, তাহলে হয়তো তারা ছিটকেই পড়তে পারে। তারপরও দেখা যাক, কী হয়।’
চলতি বিশ্বকাপের শেষ চারে কারা যাবে তা নিয়েও নিজের ভবিষ্যদ্বাণী দিয়েছেন সাবেক এই বাঁহাতি রিস্ট স্পিনার। অবশ্য সেই তালিকাতে গ্রুপ ২ থেকে ভারত-পাকিস্তান উভয় দলকেই রেখেছেন হগ। তিনি বলেন, ‘আমি মনে করি গ্রুপ ১ থেকে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ এবং গ্রুপ ২ থেকে ভারত-পাকিস্তান সেমিফাইনালে যাবে।’