স্পোর্টস ডেস্ক: সুপার টুয়েলভের ম্যাচে অংশ নিতে ওমান থেকে শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় দুবাই পৌঁছেছেন জাতীয় দলের ক্রিকেটাররা। এরআগে, শেষ ম্যাচে পাপুয়া নিউগিনিকে ৮৪ রানে পরাজিত করে সুপার টুয়েলভে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।
আগামী রোববার (২৪ অক্টোবর) সুপার টুয়েলভের প্রথম ম্যাচে মাঠে নামবে টাইগাররা। তার আগে শনিবার করবেন শেষ অনুশীলন।
সুপার টুয়েলভের গ্রুপ এতে ঠাঁই পেয়েছে বাংলাদেশ। যেখানে তাদের প্রতিপক্ষ হবে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও বাছাইপর্বের এ-গ্রুপ থেকে সম্ভাব্য গ্রুপ চ্যাম্পিয়ন দল। সেক্ষেত্রে চ্যাম্পিয়ন হিসেবে শ্রীলঙ্কাই শেষ দল হিসেবে গ্রুপে অন্তর্ভূক্ত হওয়ার সম্ভাবনা।
বাছাইপর্বে গ্রুপ বি থেকে স্কটল্যান্ড তিন ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয় আর রানার্সআপ হয় বাংলাদেশ।
টাইগারদের সুপার টুয়েলভের সূচি
২৪ অক্টোবর বিকেল ৪টা- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা (যদি শ্রীলঙ্কা গ্রুপ চ্যাম্পিয়ন হয়)
২৭ অক্টোবর বিকেল ৪টা- বাংলাদেশ বনাম ইংল্যান্ড
২৯ অক্টোবর বিকেল ৪টা- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ
২ নভেম্বর বিকেল ৪টা- বাংলাদেশ বনাম সাউথ আফ্রিকা
৪ নভেম্বর বিকেল ৪টা- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া