রাজধানী ডেস্ক: সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে কয়েকটি সংগঠন রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধ করেছে । শুক্রবার (২২ অক্টোবর) বিকালে অবরোধ করে তারা। পরে পুলিশের অনুরোধে অবরোধ প্রত্যাহার করে নেয় সংগঠনগুলো।
এরআগে ১৮ অক্টোবর দুর্গাপূজাকে কেন্দ্র করে সারাদেশে ‘সাম্প্রদায়িক হামলা’র প্রতিবাদে অবরোধ করে বিক্ষোভ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। পরে তাদের সঙ্গে যোগ দেয় সনাতন ধর্মাবলম্বীসহ বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ।
দাবি তুলে ধরে শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হয়েছে- হামলার শিকার মন্দিরগুলো শিগগিরই প্রয়োজনীয় সংস্কার করতে হবে। বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাটের ক্ষতিপূরণ দিতে হবে। হত্যার শিকার পরিবারগুলোকে স্থায়ী ক্ষতিপূরণ দিতে হবে। দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে।