ইন্টারন্যাশনাল ডেস্ক: নেপালে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে । আহত হয়েছেন ১৫ জন। বাসের ৪২ যাত্রীর বেশিরভাগই শিক্ষার্থী ও অভিবাসী শ্রমিক। স্থানীয় সময় মঙ্গলবার দেশটির কর্ণালী প্রদেশের মুগু জেলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা স্থানীয় প্রশাসনের। নেপালের সংবাদ মাধ্যমের বরাত দিয়ে খবরটি নিশ্চিত করছে বার্তা সংস্থা এপি। নেপালের সরকারি কতৃপক্ষ জানিয়েছে, বাসটি পাহাড়ী রাস্তা থেকে পিছলে কয়েক’শ মিটার নিচে গড়িয়ে পড়ে।
প্রদেশটির স্থানীয় প্রশাসক জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, চলন্ত বাসটি টায়ার হঠাৎ বিস্ফোরিত হয়। এতে চালক বাসটির নিয়ন্ত্রণ হারান এবং সেটি খাদে পড়ে যায়।