স্পোর্টস ডেস্ক: আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হতে চলেছে বাংলাদেশ। আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে খেলা শুরু রাত ৮টায়।
আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে টানা ম্যাচ খেলায় বিশ্রাম দেয়া হতে পারে মোস্তাফিজুর রহমানকে। পিঠের পুরনো চোটের কারণে লঙ্কানদের বিপক্ষে নামা অনিশ্চিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের। দলীয় সূত্রে পাওয়া গেছে এমন আভাস।
সাকিব আল হাসান রয়েছেন কলকাতা নাইট রাইডার্সের ডেরাতেই। তার দল ফাইনালের আশা টিকিয়ে রাখায় জাতীয় দলের সঙ্গে যোগ দিতে আরেকটু বিলম্ব হচ্ছে টাইগার অলরাউন্ডারের।
বাংলাদেশ-শ্রীলঙ্কা ছাড়াও আইসিসির অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে আজ লড়বে ওমান-নামিবিয়া, আয়ারল্যান্ড-পাপুয়া নিউগিনি, স্কটল্যান্ড-নেদারল্যান্ডস। দুটি গ্রুপে বিভক্ত হয়ে বাছাইপর্বে অংশ নিতে যাওয়া আট দলই পাবে দুটি করে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ।
বৃহস্পতিবার দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। ম্যাচ প্রস্তুতি শেষে টাইগাররা ফিরে যাবে বাছাইপর্বের আয়োজক দেশ ওমানে। আবার সংযুক্ত আরব আমিরাত এসে মূল আসর অর্থাৎ সুপার টুয়েলভে খেলার যোগ্যতা অর্জনের পথে মাহমুদউল্লাহদের লড়তে হবে স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি ও স্বাগতিক ওমানের বিপক্ষে।